Unit Price: ৳ 3.00 (20 x 10: ৳ 600.00)
Strip Price: ৳ 30.00

নির্দেশনা

বেক্সিডাল নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
  • এ্যালার্জি এবং এর লক্ষণ সমূহ যেমন আর্টিকারিয়া
  • বিভিন্ন প্রকার প্রুরাইটাস
  • একজিমা
  • চুলকানি
  • ড্রাগ-র‍্যাশ
  • পােকার কামড়
  • এ্যালার্জি জনিত কনজাংটিভার প্রদাহ
  • চর্মরােগ
  • হে-ফিভার
  • ভেসােমটর রাইনাইটিস্
  • এ্যালার্জিজনিত শ্বাসকষ্ট।

ফার্মাকোলজি

মেবহাইড্রোলিন শরীরে হিস্টামিনের প্রধান কার্যকারিতাকে কমায় বা বিলুপ্ত করে। এটি শরীরে হিস্টামিন রিসেপ্টরকে অবরুদ্ধ করে।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্ত বয়স্ক ও ১০ বছরের উপরের শিশু: দৈনিক ২-৬ টি ট্যাবলেট।

শিশু:
  • ৫-১০ বছর: দৈনিক ২-৪ টি ট্যাবলেট।
  • ২-৫ বছর: দৈনিক ১-৩ টি ট্যাবলেট।
  • অনুর্ধ্ব ২ বছর: দৈনিক ১-২ টি ট্যাবলেট।
উল্লেখ্য প্রতিবার একটি করে ট্যাবলেট দিনে কয়েকবার খেতে হবে। মেবহাইড্রোলিন ট্যাবলেট খাবারের সময় বা সামান্য পরে খেতে হয়। শিশুদের ক্ষেত্রে ট্যাবলেট গুড়াে করে খাবারের সাথে মিশিয়ে দেয়া যেতে পারে।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন

ঔষধের মিথষ্ক্রিয়া

মেবহাইড্রোলিনের ব্যবহারে অ্যাট্রোপিন এবং ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এর প্রভাব বেড়ে যায়। এটা অটোটক্সিক ওষুধ ঘটিত পার্শ্ব-প্রতিক্রিয়া/ক্ষতির লক্ষণ গুলাে প্রকাশিত হতে দেয় না।

প্রতিনির্দেশনা

যাদের এই ওষুধের কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে মেবহাইড্রোলিন প্রতিনির্দেশিত।

এছাড়াও প্রােস্টেটিক হাইপারট্রপি, ন্যারাে অ্যাঙ্গেল গ্লুকোমা এর ক্ষেত্রে মেবহাইড্রোলিন প্রতিনির্দেশিত।

অন্তঃসত্ত্বাকালীন প্রথম তিন মাস সময় পর্যন্ত মেবহাইড্রোলিন প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

অবসন্নতা, মাথা ঘােরা, হাইপােটেনশন, মাংসপেশীর দূর্বলতা, বমিবমি ভাব, বমি, ডায়রিয়া, কোষ্ঠ্যকাঠিন্য, পেটের উপরিভাগে ব্যাথা, মাথা ব্যাথা, ঝাপসা দেখা, কানে ঝন্‌ঝন্ শব্দ, হতাশা, দুঃস্বপ্ন দেখা, ক্ষুধামন্দা, মুখ শুকানাে, বুকে চাপ অনুভব করা, ত্বকের অনুভূতিহীনতা, ঝিমুনি, নিদ্রালুতা ঘটতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ইহার নিরাপত্তা এখনো প্রতিষ্ঠিত হয়নি।

সতর্কতা

এটি সেবনে ঘুমঘুম ভাব হতে পারে এবং সে ক্ষেত্রে গাড়ী চালানাে অথবা যন্ত্রপাতি ব্যবহার এবং অ্যালকোহল জাতীয় পানীয় থেকে বিরত থাকা উচিৎ।

থেরাপিউটিক ক্লাস

Sedating Anti-histamine

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
Pack Images: Bexidal 50 mg Tablet