ভাইটনিক সিরাপ
Pack Images
100 ml bottle:
৳ 50.00
200 ml bottle:
৳ 80.00
নির্দেশনা
এই সিরাপ আয়রণ, ভিটামিন বি কমপ্লেক্স ও জিংকের ঘাটতি পূরণে এবং প্রতিরোধমূলক চিকিৎসায় বিশেষ করে গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময় নির্দেশিত।
উপাদান
প্রতি ৫ মিঃলিঃ সিরাপে আছে-
- আয়রণ (III) হাইড্রোক্সাইড পলিম্যালটোজ কমপ্লেক্স যা ৫০ মিঃগ্রাঃ এলিমেন্টাল আয়রণ-এর সমতুল্য
- থায়ামিন হাইড্রোক্লোরাইড ৫ মিঃগ্রাঃ
- রিবোফ্লাভিন-৫-ফসফেট সোডিয়াম যা রিবোফ্লাভিন ২ মিঃগ্রাঃ-এর সমতুল্য
- পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড ২ মিঃগ্রাঃ
- নিকোটিনামাইড ২০ মিঃগ্রাঃ
- জিংক সালফেট মনোহাইড্রেট যা ১০ মিঃগ্রাঃ এলিমেন্টাল জিংক-এর সমতুল্য
ফার্মাকোলজি
এই সিরাপ আয়রণ, ভিটামিন বি কমপ্লেক্স এবং জিংকের একটি সংমিশ্রণ। এই সংমিশ্রণে আয়রণ, আয়রণ (III) হাইড্রোক্সাইড পলিম্যালটোজ কমপ্লেক্সরূপে বিদ্যমান থাকে। আয়রণ (III) হাইড্রোক্সাইড পলিম্যালটোজ কমপ্লেক্স যখন মিউকোসাল কোষ আবরণের সান্নিধ্যে আসে তখন আয়রণের নিয়ন্ত্রিত পরিশোষণ ঘটে। নন-আয়নিক হবার কারণে এই আয়রণ (III) হাইড্রোক্সাইড পলিম্যালটোজ কমপ্লেক্স প্রচলিত আয়রণ ঔষধসমূহের চেয়ে অধিক স্থিতিশীল।
মাত্রা ও সেবনবিধি
প্রাপ্তবয়স্ক: ৫-১০ মিঃলিঃ (১-২ চা চামচ) দিনে ৩ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
শিশু: ৫ মিঃলিঃ (১ চা চামচ) দিনে ৩ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
নবজাতক: দৈনিক ০.৩৩ মিঃলিঃ/কেজি দৈহিক ওজন হিসাবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
শিশু: ৫ মিঃলিঃ (১ চা চামচ) দিনে ৩ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
নবজাতক: দৈনিক ০.৩৩ মিঃলিঃ/কেজি দৈহিক ওজন হিসাবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
ঔষধের মিথষ্ক্রিয়া
আয়রণ যেহেতু কমপ্লেক্স বন্ধনের মাধ্যমে যুক্ত তাই খাদ্য উপাদান (ফাইটেট্স, অক্সালেটস্, টেনিন ইত্যাদি) এবং ঔষধ (টেট্রাসাইক্লিন, এন্টাসিড) এর সাথে যুগপৎ ব্যবহারে মিথষ্ক্রিয়ার সম্ভাবনা নেই।
প্রতিনির্দেশনা
এই সিরাপের যে কোন উপাদানের প্রতি রোগীদের অতিসংবেদনশীলতায় এটি প্রতিনির্দেশিত।
পার্শ্ব প্রতিক্রিয়া
সিরাপ সাধারণত সুসহনীয়। তবে মুখে সেব্য আয়রণ জাতীয় ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন-বমি বমি ভাব, বমি, কোষ্ঠকাঠিন্য অথবা ডায়রিয়া দেখা দিতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহারঃ নির্দেশিত
সতর্কতা
যে সকল ক্ষেত্রে আয়রণ আধিক্যের ঝুঁকি থাকে যেমন- হিমোক্রোমাটোসিস, থ্যালাসেমিয়া, হিমোসিডেরোসিস অথবা হিমোলাইটিক এনেমিয়া এই সকল ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিৎ।
বিশেষ ক্ষেত্রে ব্যবহার
শিশুদের ক্ষেত্রে ব্যবহারঃ নির্দেশিত
মাত্রাধিক্যতা
মাত্রাধিক্যতার ক্ষেত্রে এপিগ্যাস্ট্রিক পেইন, ডায়রিয়া, বমি, মেটাবলিক এসিডোসিস এবং খিঁচুনি হতে পারে। মাত্রাধিক্যতার ক্ষেত্রে Fetus এর জরুরি চিকিৎসা ব্যবস্থা নেয়া উচিৎ। প্রাথমিক পর্যায়ে বমি উদ্রেককারী ঔষধ দেয়া উচিৎ এবং পরবর্তীতে পেট খালি করা সহ অন্যান্য সাপোর্টিভ ব্যবস্থা গ্রহণ করা উচিৎ।
থেরাপিউটিক ক্লাস
Iron & Vitamin Combined preparations
সংরক্ষণ
আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
Pack Images: Vitonic Syrup