নির্দেশনা

এই সিরাপ ভিটামিন ও মিনারেলের ঘাটতিপূরণে নিম্নোক্তদের ক্ষেত্রে নির্দেশিত-
  • প্রাপ্তবয়ষ্ক ব্যক্তি (যারা নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করেন না বা ট্যাবলেট ও ক্যাপসুল গ্রহণ করতে পারে না বা তাদের শরীরের জন্য সহনীয় নয়)।
  • সকল বয়সের শিশু।

উপাদান

প্রতি ৫ মি.লি (এক চা চামচ) সিরাপে আছে- ভিটামিন এ (রেটিনল পালমিটেট) ৪২৫ আই. ইউ., ভিটামিন এ (বিটা কেরোটিন) ৪২৫ আই. ইউ., ভিটামিন সি ৬৭.৫০ মি.গ্রা., ভিটামিন ডি৩ ১৩৭.৫০ আই. ইউ. ভিটামিন ই ১০ আই. ইউ., ভিটামিন বি-১ ১ মি.গ্রা. রিবোফ্লাবিন মি.গ্রা., নিয়াসিন ৫ মি.গ্রা., ভিটামিন বি ৬ ২০ মি.গ্রা., ফলিক এসিড ৬৭.৫০ মাইক্রোগ্রাম, ভিটামিন-১২ ৩ মাইক্রোগ্রাম, বায়োটিন ৩২.৫০ মাইক্রোগ্রাম, প্যানটোথেনিক এসিড ৩.৫০ মি.গ্রা., ক্যালসিয়াম ২৭.৫০ মি.গ্রা., আয়োডিন ২৫ মাইক্রোগ্রাম, ম্যাগনেসিয়াম ৭.৫ মি.গ্রা. , জিংক ২.৫০ মি.গ্রা., সেলেনিয়াম ১৭.৫০ মাইক্রোগ্রাম, ম্যাঙ্গানিজ ০.৭৫ মি.গ্রা., ক্রোমিয়াম ৩.৫০ মাইক্রোগ্রাম, পটাসিয়াম ৭ মি.গ্রা., প্যারা-অ্যামিনো বেনজয়িক এসিড ০.৫০ মি.গ্রা., ইনোসিটল ১০ মি.গ্রা., কোলিন ৪.১১৪ মি.গ্রা.

মাত্রা ও সেবনবিধি

  • বয়স্কদের জন্য: ৩-৪ চা চামচ প্রতিদিন
  • ৪-১২ বছর বয়সের শিশুদের জন্য: ২-৩ চা-চামচ প্রতিদিন
  • ১-৪ বছর বয়সের শিশুদের জন্য: ১-২ চা-চামচ প্রতিদিন
  • ১ বছর বয়সের শিশুদের জন্য: ১ চা-চামচ প্রতিদিন অথবা চিকিৎসকের পরামর্শমতে ব্যবহার্য।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন

প্রতিনির্দেশনা

এই ওষুধটির সক্রিয় উপাদানগুলোর কোনটির প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

সাধারণ মাত্রায় সহনীয়।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

সতর্কতা

ডাক্তারের পরামর্শ ব্যতীত মাত্রাধিক অথবা দীর্ঘ দিন এই ওষুধটি গ্রহণ করা উচিত নয়।

থেরাপিউটিক ক্লাস

Multi-vitamin & Multi-mineral combined preparations

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
Pack Images: Livwel Syrup