Unit Price:
৳ 4.89
(100's pack: ৳ 489.00)
Also available as:
নির্দেশনা
মূত্রনালীর সংক্রমণে ন্যালিডিক্সিক এসিড ব্যবহার করা হয়।
* রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
মাত্রা ও সেবনবিধি
প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে: ১ গ্রাম প্রতি ৬ ঘন্টা পর পর ৭ দিন। পরবর্তীতে কমিয়ে অসুখের তীব্রতার উপর নির্ভর করে ৫০০ মি.গ্রা. প্রতি ৬ ঘন্টা পর পর দেয়া যেতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
তিন মাস এবং অধিক বয়স্ক শিশুদের ক্ষেত্রে: প্রাথমিক মাত্রা : ১৩.৭৫ মি.গ্রা. প্রতি কেজি দেহ ওজনে ৬ ঘন্টা পর পর এক সপ্তাহ অথবা ২ সপ্তাহ। রক্ষণ মাত্রা : ৮.২৫ মি.গ্রা. প্রতি কেজি দেহ ওজনে প্রতি ৬ ঘন্টা পর পর।
তিন মাস এবং অধিক বয়স্ক শিশুদের ক্ষেত্রে: প্রাথমিক মাত্রা : ১৩.৭৫ মি.গ্রা. প্রতি কেজি দেহ ওজনে ৬ ঘন্টা পর পর এক সপ্তাহ অথবা ২ সপ্তাহ। রক্ষণ মাত্রা : ৮.২৫ মি.গ্রা. প্রতি কেজি দেহ ওজনে প্রতি ৬ ঘন্টা পর পর।
* রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
ঔষধের মিথষ্ক্রিয়া
ন্যালিডিক্সিক এসিড ম্যালফালান এর সাথে সহ ব্যবহার উচিত নয়।
প্রতিনির্দেশনা
৩ মাস বয়সের নীচের শিশুদের জন্য উপযোগী নহে। মৃগী রোগীদের ক্ষেত্রে এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোন প্রকার উপসর্গ দেখা দিলে ন্যালিডিক্সিক এসিড ব্যবহার করা যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া
পাকস্থলীর অস্বাচ্ছন্দ্য, বমি বমি ভাব, উদরাময়, এলার্জি, আর্টিকেরিয়া, জ্বর এবং খিঁচুনি দেখা দিতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
খুব বেশি দরকার হলে এই ওষুধটি গর্ভকালীন সময়ে ব্যবহার করা যেতে পারে। ন্যালিডিক্সিক এসিড অল্প পরিমাণে মাতৃদুগ্ধে নিঃসৃত হয়। এটি স্তন্যদানকালীন সময়ে দেয়া যেতে পারে।
থেরাপিউটিক ক্লাস
Anti-diarrhoeal Antimicrobial drugs, Other Anti-protozoals, Systemic Urinary Anti- infective
সংরক্ষণ
আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।