নির্দেশনা

এই সাপোজিটরী নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
  • ভ্যাজাইনাল ট্রাকোমোনিয়াসিস
  • লিওকোরিয়া 
  • ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রদাহে নির্দেশিত

উপাদান

প্রতিটি ভ্যাজাইনাল সাপোজিটরীতে আছে-
  • মেট্রোনিডাজল বিপি ২০০ মি.গ্রা.
  • নিওমাইসিন সালফেট বিপি ৩৫০০০ আইইউ
  • পলিমিক্সিন বি সালফেট বিপি ৩৫০০০ আইইউ
  • নিস্টাটিন বিপি ১০০০০০ আইইউ

ফার্মাকোলজি

মেট্রোনিডাজল একটি নাইট্রোইমিডাজল যা বিভিন্ন ধরনের অ্যানএরোবিক ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়ার বিরুদ্ধে কার্যকর। নিস্টাটিন একটি পলিন এন্টিবায়োটিক ও ছত্রাকনাশক নিওমাইসিন একটি অ্যামাইনোগ্লাইকোসাইট শ্রেণীর ব্যাকটেরিয়ানাশক, যা গ্রাম পজেটিভ ও গ্রাম নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে কার্যকর। পলিমিক্সিন সিউডোমনাজ অ্যারোজিনাস সহ অন্যান্য গ্রামনেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর।

মাত্রা ও সেবনবিধি

রাতে ঘুমোনোর সময় একটি করে ভ্যাজাইনাল সাপোজিটরী ১২ দিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন

প্রতিনির্দেশনা

মেট্রোনিডাজল, নিওমাইসিন সালফেট, পলিমিক্সিন বি সালফেট এবং নিস্টাটিন এর প্রতি সংবেদনশীলতা আছে এমন ক্ষেত্রে ব্যবহার করা অনুচিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

কদাচিৎ চামড়ায় লাল দাগ, চুলকানি দেখা দিতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে সতর্কতা অবলম্বন করা উচিত।

সতর্কতা

কিডনীর জটিলতা আছে এমন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।

থেরাপিউটিক ক্লাস

Drugs used in Vaginal and Vulval condition

সংরক্ষণ

আলো থেকে দূরে, শুষ্ক ও ঠাণ্ডা স্থানে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন।
Pack Image of Gynepro  Vaginal Suppository Pack Image: Gynepro Vaginal Suppository