Ophthalmic Solution

এসিকট চোখের সল্যুসন

০.১%
5 ml drop: ৳ 65.00
This medicine is unavailable

নির্দেশনা

এসিকট চোখের সলিউসন বা মলম নিম্নোলিখিত চিকিত্সায় নির্দেশিত-
  • অ্যালার্জিক নন-সংক্রামক ব্লেফারাইটিস এবং কনজাংক্টিভাইটিস
  • নন-সংক্রামক কেরাটাইটিস, পাঞ্চটেট কেরাটাইটিস, ডিসিফর্ম কেরাটাইটিস (কর্ণিয়াল পৃষ্ঠ অক্ষত থাকলে)
  • এন্টেরিওর ইউভিয়ার প্রদাহ (আইরাইটিস, আইরিডোসাইক্লিটিস)
  • স্ক্লেরাইটিস, এপিস্ক্লেরাইটিস এবং মায়োসাইটিস
  • ছানি, স্ট্র্যাবিসমাস এবং অন্যান্য চোখের অস্ত্রোপচারের পোস্ট-অপারেটিভ ব্যবস্থাপনায়
* রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন

মাত্রা ও সেবনবিধি

ডেক্সামেথাসন চোখের দ্রবণ: কনজাংক্টিভাল থলিতে দিনে ৩-৫ বার ১ ফোঁটা করে। তীব্র ক্ষেত্রে প্রয়োজনে প্রতি ঘন্টায় ১ ফোঁটা করে।

ডেক্সামেথাসন চোখের মলম: কনজাংক্টিভাল থলিতে অল্প পরিমাণে দিনে ৩-৪ বার প্রয়োগ করতে হবে। পলক না ফেলে ধীরে ধীরে চোখ বন্ধ করুন। ১ থেকে ২ মিনিটের জন্য চোখ বন্ধ রাখতে হবে। উন্নতি পরিলক্ষিত হলে ডোজ কমিয়ে দিন।
* রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন

পার্শ্ব প্রতিক্রিয়া

প্রিডিস্পোসড রোগীদের ক্ষেত্রে, কয়েক সপ্তাহের জন্য কর্টিকোস্টেরয়েড প্রয়োগের ফলে ইন্ট্রা অকুলার চাপের বিপরীতমুখী বৃদ্ধি হতে পারে। তাই নিয়মিত বিরতিতে চাপ পরিমাপ অপরিহার্য।

সংরক্ষণ

ঘরের তাপমাত্রায় সংরক্ষণ করুন এবং আলো থেকে দূরে রাখুন। এটা বাঞ্ছনীয় যে, বোতল প্রথম খোলার পরে এক মাসের বেশি ব্যবহার করা উচিত নয়।