নির্দেশনা

বিসমাথ সাবসালিসাইলেট নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত -
  • পেট খারাপ
  • বদহজম
  • বুক জ্বালাপোড়া
  • বমি বমি ভাব এবং
  • ডায়রিয়া

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্ক (>১৬): ৩০ মিলি ডোজিং কাপে বা ৬x৫ মিলি চামচে

শিশু (১০-১৪ বছর): ১৫ মিলি (৩ চা চামচ)

শিশু (৫-৯ বছর): ৭.৫ মিলি (১.৫ চা চামচ)

শিশু (৩-৪ বছর): ৫ মিলি (১ চা চামচ)

৩ বছরের কম বয়সী শিশু: চিকিৎসকের পরামর্শ নিন।

বয়স্কদের ক্ষেত্রে: বিশেষ সতর্কতার প্রয়োজন নেই।

কিডনি জটিলতায় আক্রান্ত রোগী: সতর্কতা অবলম্বন করা উচিত।

প্রয়োজনে প্রতি ১/২ থেকে ১ ঘন্টা অন্তর ডোজ পুনরাবৃত্তি করুন। ২৪ ঘন্টার মধ্যে ৮ টির বেশি ডোজ নেওয়া উচিত নয়।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন

পার্শ্ব প্রতিক্রিয়া

বিসমাথ সাবসালিসাইলেট ব্যবহারের ফলে কালো মল এবং কালো জিহ্বা ধারন করা স্বাভাবিক। কিন্তু লক্ষণগুলি গুরুতর হলে বা ২ দিনের বেশি সময় ধরে চলতে থাকলে বিসমাথ সাবসালিসিলেট ব্যবহার করা উচিত নয়। প্রস্তাবিত ডোজ অতিক্রম করা যাবেনা, ব্যবহারের আগে বোতল ঝাঁকিয়ে নিন। শুধুমাত্র মৌখিক ব্যবহারের জন্য।

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।