নির্দেশনা

স্যালিসাইলিক এসিড ৬% নিম্নলিখিত চর্মরোগে নির্দেশিত-
  • সোরিয়াসিস (চামড়াতে লালচে দাগ হয়)
  • সেবোরহিক ডার্মাটাইটিস (এক ধরনের চর্মরোগ যা সিবাম প্রস্তুতকারী কান্ড অর্থাৎ মুখমন্ডল এবং মাথার চামড়াতে হয়)
  • ক্রোনিক এটোপিক ডার্মাটাইটিস (একজিমা ধরনের চর্মরোগ যা বাচ্চাদের হয় এবং চুলকানির উদ্রেক করে)
  • লিচেন সিমপেক্স (চামড়া মোটা হয়ে যাওয়া)
  • ইসথায়োসিস (চামড়া শুকনো এবং মোটা হওয়া)
স্যালিসাইলিক এসিড ১২% নিম্নলিখিত চর্মরোগে নির্দেশিত-
  • ওয়ার্টস (ভাইরাস দ্বারা সংক্রমিত অনেক ছোট ছোট চামড়ার বৃদ্ধি। ওয়ার্টস প্রায়ই আঙ্গুলে অথবা হাতের পশ্চাৎদেশে দেখা যায়)।
  • ভেরুকা (পায়ের পাতায় হয় এবং ব্যথাযুক্ত হতে পারে। ইহা চামড়াতে সাদা রিং এর মত হয় এবং ইহার মধ্যভাগে একটা কাল দাগ থাকে)।
  • কর্ণস এবং ক্যালাসেস (চামড়াতে চাপজনিত অথবা আঘাত জনিত কারণে চামড়া শক্ত ও মোটা হয়। সঠিক মাপের জুতা না পরার কারণে পা এবং হাতে ইহা দেখা যায়)।
স্যালিসাইলিক এসিড ২% নিম্নলিখিত চর্মরোগে নির্দেশিত-
  • মৃদু থেকে মাঝারী ধরনের ব্রণ
  • ব্ল্যাকহেড এবং হোয়াইটহেড
  • মুখফোলা এবং লালভাব ফুসকুড়ি
  • ব্রণের পুনরুথান প্রতিরোধ

বিবরণ

স্যালিসাইলিক এসিড হাইপারক্যারাটোটিক চর্ম রোগে অতিরিক্ত ক্যারাটিন নির্মূলে প্রেসক্রিপশানে ব্যবহৃত হয়। চর্ম রোগগুলো হল ভেরুসি (সাধারণ চর্ম রোগ যেটা বাচ্চাদের পায়ের নিচে হয়) এবং নানা ধরনের ইসথায়োসিস (ভালগারিস- এতে চামড়া শুকনো হয়, যৌন রোগ সম্পর্কিত এবং খুবই সূক্ষ গঠনের) ক্যারাটোসিস পালমারিস এবং পানটারিস, ক্যারাটোসিস পিলারিস, পিটাইরিয়াসিস রুবরা পিলারিস এবং সোরিয়াসিস (দেহ, মাথার চামড়া, হাতের তালু এবং পায়ের চামড়াতে হয়)।

মাত্রা ও সেবনবিধি

স্যালিসাইলিক এসিড ৬% এবং ১২%: দিনে একবার রোগাক্রান্ত স্থানে দিতে হয়। ব্যবহারের ৫ মিনিট আগে ব্যবহৃত স্থান পানি দিয়ে নরম করতে হবে। রাতে ব্যবহার করে সকালে ধুয়ে ফেলতে হবে। স্যালিসাইলিক এসিড ২ বছরের উপরের বাচ্চাদের দেওয়া হয়।

স্যালিসাইলিক এসিড ২%: পরিমানমত লোশন আক্রান্ত স্থানে দিনে এক থেকে তিনবার লাগিয়ে কোমলভাবে মালিশ করতে হবে। ব্যবহারের তিন থেকে পাঁচ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। স্যালিসাইলিক এসিড ২ বছরের বেশী বয়সের রোগীদের দেয়া হয়।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন

ঔষধের মিথষ্ক্রিয়া

স্যালিসাইলিক এসিড ব্যবহারের সাথে অন্যান্য ক্রীম ব্যবহার করা যাবে না। এতে চিকিৎসা ব্যহত হয় অথবা চামড়া জ্বলা শুরু করে।

প্রতিনির্দেশনা

যারা স্যালিসাইলিক এসিডে অথবা এর যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীল তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া

অ্যালার্জিক অবস্থা (ঠোঁট, মুখ অথবা জিহ্বা ফুলা এবং শ্বাসকষ্ট হওয়া) অথবা চামড়া জ্বলা।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

প্রেগন্যান্সি ক্যাটাগরি সি। যদি স্তন্যদানকারী মায়েদের দেওয়া হয় তাহলে বুকে ব্যবহার না করাই ভাল।

সতর্কতা

শুধু বাহ্যিকভাবে ব্যবহারের জন্য। চোখ এবং অন্যান্য মিউকাস মেমব্রেনে ব্যবহার করা যাবে না।

মাত্রাধিক্যতা

বাহ্যিক ব্যবহারে স্যালিসাইলিক এসিডের মাত্রাধিক্য সাধারণত হয় না। যদি কেউ স্যালিসাইলিক এসিড সেবন করে অথবা মাত্রাধিক্য হয়, তাহলে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে।

থেরাপিউটিক ক্লাস

Topical salicylic preparation

সংরক্ষণ

৩০°সে. এর উপরে সংরক্ষণ করা হতে বিরত থাকুন। আলো থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন।
Pack Image of Keranil 6% Cream Pack Image: Keranil 6% Cream