Unit Price:
৳ 0.51
(10 x 20: ৳ 102.00)
Strip Price:
৳ 10.20
Also available as:
নির্দেশনা
ইহা নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
- প্রাথমিক উচ্চ রক্তচাপ
- এনজিনা পেক্টরিস
- হৃদযন্ত্রের অস্বাভাবিক হৃদস্পন্দন
- থাইরোটক্সিকোসিস
- উদ্বিগ্নতা
- মাইগ্রেন প্রতিরোধ ইত্যাদি।
ফার্মাকোলজি
প্রোপ্রানলল একটি বিটা অ্যাডরেনারজিক রিসিপ্টর বাধা প্রদানকারী ওষুধ। যা উচ্চ রক্তচাপ ও এনজিনা পেক্টরিস এর চিকিৎসায় ব্যবহৃত হয়। প্রোপ্রানলল বিটা এ্যাডরেনারজিক রিসিপ্টর এর সাথে আবদ্ধ হয়ে ক্যাটেকোলামাইন এর কার্যকারিতাকে বাধা প্রদান করে। এভাবেই হৃদযন্ত্রের সংকুচিত ও প্রসারিত হওয়ার হার কমায় এবং হৃদযন্ত্রে অক্সিজেন এর চাহিদা কমায়।
প্রোপ্রানলল প্রায় সবটুকুই পরিপাকতন্ত্রের মাধ্যমে শােষিত হয়, কিন্তু এর একটি অংশ রক্তে পরিবাহিত হওয়ার সময় তাৎক্ষনিকভাবে যকৃত দ্বারা বিপাক হয়। মুখে সেবনের ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যে রক্তরসে সর্বোচ্চ ঘনমাত্রা অর্জিত হয়। রক্তরসে প্রােগ্রনলের পরিমাণ ৩ থেকে ৬ ঘন্টার মধ্যে অর্ধেক কমে যায়। প্রােপ্রানলের বিপাককৃত অংশ মূত্রের মাধ্যমে শরীর থেকে নির্গত হয়।
প্রোপ্রানলল প্রায় সবটুকুই পরিপাকতন্ত্রের মাধ্যমে শােষিত হয়, কিন্তু এর একটি অংশ রক্তে পরিবাহিত হওয়ার সময় তাৎক্ষনিকভাবে যকৃত দ্বারা বিপাক হয়। মুখে সেবনের ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যে রক্তরসে সর্বোচ্চ ঘনমাত্রা অর্জিত হয়। রক্তরসে প্রােগ্রনলের পরিমাণ ৩ থেকে ৬ ঘন্টার মধ্যে অর্ধেক কমে যায়। প্রােপ্রানলের বিপাককৃত অংশ মূত্রের মাধ্যমে শরীর থেকে নির্গত হয়।
মাত্রা ও সেবনবিধি
প্রাপ্তবয়স্ক (১৮ বছরের উপরে):
- উচ্চ রক্তচাপ: প্রারম্ভিক ৮০ মিগ্রা দিনে দুইবার, বাড়ানাে যেতে পারে সপ্তাহান্তে এবং তারপর চালিয়ে যেতে হবে ১৬০-১৮০ মিগ্রা দৈনিক।
- এনজিনা পেক্টরিস: শুরুতে ৪০ মিগ্রা দিনে ২-৩ বার এবং তারপর চালিয়ে যেতে হবে ১২০-২৪০ মিগ্রা দৈনিক।
- থাইরােটক্সিকোসিস: ১০-৪০ মিগ্রা, দৈনিক ৩-৪ বার দৈনিক। তারপর চালিয়ে যেতে হবে ৮০-১৬০ মিগ্রা দৈনিক।
- মাইগ্রেন এড়াইবার জন্য: শুরুতে ৪০ মিগ্রা দিনে দুইবার, বাড়ানাে যেতে পারে প্রয়ােজন অনুযায়ী এবং তারপর চালিয়ে যেতে হবে ১৬০-১৮০ মিগ্রা দৈনিক।
- নবজাতক: ০.২৫-০.৫ মিগ্রা/কেজি দিনে ৩ বার। প্রয়ােজনে মাত্রা পরিবর্তন করা যেতে পারে।
- ১ মাস বয়সী হতে ১২ বৎসর: ০.২৫-১ মিগ্রা/কেজি দিনে ৩ বার। সর্বোচ্চ ডােজ ৫ মিগ্রা কেজি বিভক্ত মাত্রায়।
- ১২-১৮ বৎসর: শুরুতে মাত্রা ৮০ মিগ্রা দৈনিক ২ বার, চালিয়ে যেতে হবে ১৬০-৩২০ মিগ্রা দৈনিক।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
ঔষধের মিথষ্ক্রিয়া
যে সকল রােগী ভেরাপ্রামিল, সালবিউটামল, লেভােসালবিউটামল, আরগট এলকালয়েড, লিডােকেইন, ফেনােরবিটাল ইত্যাদি ওষুধ ব্যবহার করে, সে সকল রােগীকে সতর্কতভাবে পর্যবেক্ষণ করতে হবে।
প্রতিনির্দেশনা
শ্বাসনালীর সংকোচন ও প্রসারণ, হৃদযন্ত্রের শক, দ্বিতীয় বা তৃতীয় মাত্রার হার্ট অ্যাটার্ক, ডায়াবেটিস ইত্যাদি।
পার্শ্ব প্রতিক্রিয়া
পা ঠাণ্ডা হওয়া, অবসন্নতা, বমি বমি ভাব, মাথাঘােরা, অনিদ্রা, প্যারিস্থিসিয়া ইত্যাদি।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
প্রেগনেন্সি ক্যাটাগরী সি। গর্ভবতস্থায় ব্যবহার নিষিদ্ধ। প্রােপ্রানল মানব দুখে নিঃসৃত হয়। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বণ করতে হবে।
সতর্কতা
যকৃতের এবং বৃক্কের দূর্বলতা আছে এমন রােগীর ক্ষেত্রে সতর্কতা অবলম্বণ করতে হবে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বণ করতে হবে।
থেরাপিউটিক ক্লাস
Beta-adrenoceptor blocking drugs, Beta-blockers
সংরক্ষণ
আলাে থেকে দূরে, শুষ্ক এবং ঠাণ্ডাস্থানে রাখুন।
Pack Images: Propranol 10 mg Tablet