নির্দেশনা

ন্যাফটিফাইন ক্রীম ইন্টারডিজিটাল টিনিয়া পেডিস, টিনিয়া ক্রুরিস এবং টিনিয়া করপোরিস এর চিকিৎসায় নির্দেশিত যা Trichophyton Rubrum এর কারণে হয়ে থাকে।

ফার্মাকোলজি

ছত্রাকের বিরুদ্ধে ন্যাফটিফাইন হাইড্রোক্লোরাইডের কার্য পদ্ধতি জানা যায়নি। ন্যাফটিফাইন হাইড্রোক্লোরাইড স্কোয়ালিন ২,৩-ইপোক্সাইডেজ এনজাইমের কার্যকারিতায় বাধা প্রদানের মাধ্যমে স্টেরল তৈরীতে বাধা দেয়। এই এনজাইমের কার্যকারিতা বাধা প্রদানের বিশেষ। ফলস্বরুপ আরগোস্ট্রেরলের পরিমাণ কমে যায়। যার ফল হিসাবে কোষ প্রাচীরে স্কোয়ালিনের পরিমাণ কমে যায়।

মাত্রা ও সেবনবিধি

সামান্য পরিমাণে ক্রীম ত্বকের আক্রান্ত স্থানে প্লাস আধা ইঞ্চি মার্জিন সহ সুস্থ স্থানের ত্বকে দিনে একবার, দুই সপ্তাহ ব্যবহার করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহারযোগ্য।

শিশু ও বয়ঃসন্ধিকালীন ব্যবহার: ইন্টারডিজিটাল টিনিয়া পেডিস এবং টিনিয়া ক্রুরিস এ আক্রান্ত ১২-১৭ বছর বয়সীদের জন্য ন্যাফটিফাইন হাইড্রোক্লোরাইডের নিরাপত্তা এবং কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়েছে।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন

প্রতিনির্দেশনা

কোন তথ্য পাওয়া যায়নি।

পার্শ্ব প্রতিক্রিয়া

সর্বাধিক প্রকাশিত বিরুপ প্রতিক্রিয়া (≥১%) হল চুলকানি।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

প্রেগন্যান্সি ক্যাটাগরি বি ড্রাগ।

সতর্কতা

ন্যাফটিফাইন ক্রীম ব্যবহারে যদি জ্বালা পোড়া এবং সংবেদনশীলতা হয় তাহলে চিকিৎসা বন্ধ করে দেওয়া উচিত।

মাত্রাধিক্যতা

ন্যাফটিফাইন টপিক্যাল এর অতিমাত্রা বিপদজনক বলে আশা করা যায় না।

থেরাপিউটিক ক্লাস

Topical Antifungal preparations

সংরক্ষণ

৩০°সে. তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। শিশুদের নাগালের বাহিরে রাখুন।।
Pack Image of Nafgal 2% Cream Pack Image: Nafgal 2% Cream