Unit Price:
৳ 14.00
(2 x 10: ৳ 280.00)
Strip Price:
৳ 140.00
Also available as:
নির্দেশনা
পেরিনডোপ্রিল একটি এ্যানজিওটেনসিন কনভারটিং এনজাইম ইনহিবিটর ওষুধ যা নিম্নবর্ণিত অবস্থায় নির্দেশিত:
- উচ্চ রক্তচাপ
- স্ট্যাবল করোনারী আর্টারি ডিজিজ
- কনজেসটিভ হার্ট ফেইলিওর
মাত্রা ও সেবনবিধি
উচ্চ রক্তচাপ: ১টি করে পেরিনডোপ্রিল ৪ মি.গ্রা. ট্যাবলেট প্রতিদিন সকালে একবার খেতে হবে। একমাস ব্যবহার করার পর যদি প্রয়োজন হয় মাত্রা বাড়িয়ে ৮ মি.গ্রা. পর্যন্ত করা যেতে পারে। পেরিনডোপ্রিল আহারের পূর্বে সেবন করতে হবে।
স্ট্যাবল করোনারি আর্টারি ডিজিজ: পেরিনডোপ্রিল শুরুতে প্রতিদিন ৪ মি.গ্রা. মাত্রায় দুই সপ্তাহ সেবন করতে হবে, তারপর বৃক্কের কার্যকারিতা এবং ৪ মি.গ্রা. মাত্রা ভালভাবে সহ্যশক্তির উপর নির্ভর করে ৮ মি.গ্রা. (প্রতিদিন) পর্যন্ত বাড়ানো যেতে পারে।
কনজেসটিভ হার্ট ফেইলিউর: পেরিনডোপ্রিল নিবিড় মেডিকেল পর্যবেণে সকালে ২ মি.গ্রা. মাত্রায় শুরু করা উচিত। রোগীর অবস্থানুযায়ী মাত্রা বাড়িয়ে ৪ মি.গ্রা. পর্যন্ত করা যেতে পারে।
বয়ষ্কদের ক্ষেত্রে: প্রারম্ভিক মাত্রা ৪ মি.গ্রা. অথবা এর কম ডোজ প্রতিদিন।
স্ট্যাবল করোনারি আর্টারি ডিজিজ: পেরিনডোপ্রিল শুরুতে প্রতিদিন ৪ মি.গ্রা. মাত্রায় দুই সপ্তাহ সেবন করতে হবে, তারপর বৃক্কের কার্যকারিতা এবং ৪ মি.গ্রা. মাত্রা ভালভাবে সহ্যশক্তির উপর নির্ভর করে ৮ মি.গ্রা. (প্রতিদিন) পর্যন্ত বাড়ানো যেতে পারে।
কনজেসটিভ হার্ট ফেইলিউর: পেরিনডোপ্রিল নিবিড় মেডিকেল পর্যবেণে সকালে ২ মি.গ্রা. মাত্রায় শুরু করা উচিত। রোগীর অবস্থানুযায়ী মাত্রা বাড়িয়ে ৪ মি.গ্রা. পর্যন্ত করা যেতে পারে।
বয়ষ্কদের ক্ষেত্রে: প্রারম্ভিক মাত্রা ৪ মি.গ্রা. অথবা এর কম ডোজ প্রতিদিন।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
প্রতিনির্দেশনা
পেরিনডোপ্রিল এর প্রতি অতিসংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। শিশুদের হাইপারটেনশন নিয়ন্ত্রনে, গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এই ওষুধের প্রতিক্রিয়া আছে।
পার্শ্ব প্রতিক্রিয়া
বিরল এবং মৃদু: সাধারণত চিকিৎসার শুরুতে কফ, মোটা হয়ে যাওয়া, দুর্বলতা, মাথাব্যথা, মেজাজ খারাপ থাকা এবং ঘুম।
খুবই কম ক্ষেত্রে: রুচিহীনতা, পরিপাকতন্ত্রীয় সমস্যা, বমিভাব, আন্ত্রিক ব্যথা এবং র্যাশ হতে পারে। রক্তে ইউরিয়া বেড়ে যেতে পারে। কিছু রোগীর ক্ষেত্রে প্রোটিনইউরিয়া হতে পারে।
খুবই বিরল: এনজিওনিওরোটিক ইডিমা এবং লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা কমে যেতে পারে।
খুবই কম ক্ষেত্রে: রুচিহীনতা, পরিপাকতন্ত্রীয় সমস্যা, বমিভাব, আন্ত্রিক ব্যথা এবং র্যাশ হতে পারে। রক্তে ইউরিয়া বেড়ে যেতে পারে। কিছু রোগীর ক্ষেত্রে প্রোটিনইউরিয়া হতে পারে।
খুবই বিরল: এনজিওনিওরোটিক ইডিমা এবং লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা কমে যেতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
পেরিনডোপ্রিল গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার করা উচিত নয়।
থেরাপিউটিক ক্লাস
Angiotensin-converting enzyme (ACE) inhibitors, Direct Renin Inhibitors
সংরক্ষণ
আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০° ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।