20 ml bottle:
৳ 68.00
Also available as:
নির্দেশনা
- ডার্মাটোফাইটস্-এর কারণে সব ধরনের ডার্মাটোমাইকোসিস (যেমন-ট্রাইকোফাইটন প্রজাতি)।
- ইষ্ট-এর কারণে সব ধরনের ডার্মাটোমাইকোসিস (যেমন-ক্যানডিডা প্রজাতি)।
- মােল্ডস এবং অন্যান্য ছত্রাক এর কারণে ডার্মাটোমাইকোসিস।
- এই সব ছত্রাক দ্বারা মারাত্মকভাবে সংক্রমিত ত্বকীয় রােগ।
* রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
বিবরণ
ক্লোট্রিমাজোল একটি বিস্তৃত বর্ণালীর ছত্রাকনাশক যা ত্বকের উপর বিভিন্ন ডারমাটোফাইট, ঈষ্ট, মােল্ড এবং ব্যাকটেরয়েডস সংক্রমণ চিকিৎসায় ব্যবহৃত হয়। ক্লোট্রিমাজোল কিছু গ্রাম পজেটিভ ব্যাকটেরিয়া বিশেষ করে স্টেফাইলােকক্কি এবং ট্রাইকোমােনাস এর উপর কাজ করে। অন্যান্য ইমিডাজোলের মত ইহা ছত্রাকের কোষ প্রাচীরের লিপিডকে বাধা দিয়ে এর ভেদ্যতা পরিবর্তন করে। ছত্রাক রােধের ক্ষেত্রে এর মূল কাজ হচ্ছে আরগােস্টেরল সংশ্লেষণ বন্ধ করা কিন্তু উচ্চ মাত্রায় ইহা স্টেরল সংশ্লেষনের সাথে সম্পর্কহীন অতিরিক্ত কার্য পদ্ধতির দ্বারা কোষঝিল্লি নষ্ট করে।
মাত্রা ও সেবনবিধি
ক্লোট্রিমাজল ক্রীম: আক্রান্ত স্থান ও তার চার পাশে দৈনিক ২-৩ বার পাতলা করে ঘষে লাগাতে হবে। যেহেতু অত্যন্ত কার্যকর, তাই হাতের তালুর আকারের উপর নির্ভর করে অল্প পরিমাণ ক্রীম আক্রান্ত স্থানের জন্য যথেষ্ট। চিকিৎসার সম্পূর্ণ সাফল্যের জন্য, ক্লোট্রিমাজল ক্রীমের নির্ভরযােগ্য ও কার্যকরী দীর্ঘ সময়ের প্রয়ােগ খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসার সময়কাল পরিবর্তনশীল, এটি রােগের ব্যাপ্তি এবং আক্রান্ত স্থানসহ অন্যান্য কারণের উপর নির্ভর করে।
চিকিৎসার নির্দেশিত সময়কাল-
ক্লোট্রিমাজল টপিক্যাল সল্যুসন: এটি প্রভাবিত জায়গাগুলিতে অল্প পরিমাণে প্রয়োগ করুন এবং প্রতিদিন দুই থেকে তিনবার আলতো করে ঘষুন।
চিকিৎসার নির্দেশিত সময়কাল-
- ডার্মাটোমাইকোসিস: ৩-৪ সপ্তাহ
- ক্যানডিডা ভালভাইটিস এবং ক্যানডিডা ব্যালানিটিস: ১-২ সপ্তাহ
- ইরাইথ্রেসমা এবং পিটাইরিয়াসিস ভারসিকলার: প্রায় ৩ সপ্তাহ
ক্লোট্রিমাজল টপিক্যাল সল্যুসন: এটি প্রভাবিত জায়গাগুলিতে অল্প পরিমাণে প্রয়োগ করুন এবং প্রতিদিন দুই থেকে তিনবার আলতো করে ঘষুন।
* রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
ঔষধের মিথষ্ক্রিয়া
কোন তথ্য পাওয়া যায় নি।
প্রতিনির্দেশনা
ক্লোট্রিমাজলের প্রতি অতি সংবেদনশীলতা।
পার্শ্ব প্রতিক্রিয়া
টপিক্যালি প্রয়ােগের ক্ষেত্রে, ক্ল্যারিজল ভালভাবে গ্রহণযােগ্য। বাহ্যিক প্রয়ােগের ক্ষেত্রে সিসটেমিক প্রভাব পরিলক্ষিত হয় না। স্থানীয় জ্বালা-পােড়ার অনুভূতি খুব কম ক্ষেত্রেই ঘটে থাকে কিন্তু উপসর্গগুলিকে ক্ষতিকর হিসেবে গণ্য করা হয় না।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভাবস্থায় ক্লোট্রিমাজলের ব্যবহার শুধু মাত্র তখনই করা উচিত যখন এর প্রয়ােজনীয়তা চিকিৎসক কর্তৃক বিবেচিত হবে।
থেরাপিউটিক ক্লাস
Drugs for subcutaneous and mycoses, Topical Antifungal preparations
সংরক্ষণ
আলো ও আর্দ্রতা থেকে দূরে, ২৫ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
Pack Images: Clarizol 1% Topical Solution