নির্দেশনা
ইহা নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
- কাঁধ ও ঘাড়ের ব্যথা
- জয়েন্ট ও মাংসপেশির ব্যথা
- মাঝারী ব্যথা।
উপাদান
প্রতি গ্রামে আছে-
- Mentha spp. এর নির্যাস এল-মেনথল হিসেবে ৮০ মি.গ্রা.
- Cinnamomum camphora এর নির্যাস ডি-ক্যামফোর হিসেবে ৪৫ মি.গ্রা.
- ইউক্যালিপটাস অয়েল ১৮০ মি.গ্রা.
- মিন্ট অয়েল ১০ মি.গ্রা.
ফার্মাকোলজি
মেনথল একটি ভেসােডাইলেটর। ইহা ধমনীকে প্রসারিত করে শীতল অনুভূতি তৈরির মাধ্যমে ব্যথা উপশম করে। ক্যামফোর ত্বকীয় প্রয়ােগের মাধ্যমে ব্যথানাশক হিসেবে ব্যবহার করা হয়। ইহা কাউন্টার ইরিটেন্ট হিসেবে কাজ করে এবং স্নায়ুপ্রান্তসমূহকে অবশ করার মাধ্যমে ব্যথার সঞ্চালন প্রতিরােধ করে। ইউক্যালিপটাস অয়েল রিউমাটিক ব্যথানাশক হিসেবে অত্যন্ত সক্রিয়। এছাড়াও মিন্ট মাংসপেশির ব্যাথা এবং নিউরালজিয়া থেকে পরিত্রাণ দেয়।
মাত্রা ও সেবনবিধি
প্রাপ্তবয়স্ক এবং ১২ বছরের বেশি বয়সের বাচ্চাদের জন্য, ক্ষতিগ্রস্থ এলাকায় ভাল করে ঘষুন। প্রতিদিন ৩-৪ বার পুনরাবৃত্তি করুন। ১২ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য, ব্যবহারের আগে একটি চিকিৎসকের পরামর্শ নিন।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
ঔষধের মিথষ্ক্রিয়া
জানা যায়নি।
প্রতিনির্দেশনা
নবজাতক ও শিশুদের জন্য প্রযােজ্য নয়।
পার্শ্ব প্রতিক্রিয়া
জানা যায়নি।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভকালীন ও স্তন্যদানকালীন ব্যবহার করার আগে সতর্কতা বা চিকিৎসকের উপদেশক্রমে ব্যবহার করা উচিত।
সতর্কতা
- শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য
- শুধুমাত্র নির্দেশিত ক্ষেত্রে ব্যবহার প্রযােজ্য
- চোখ ও সংবেদনশীল পর্দার সংস্পর্শ থেকে বিরত রাখুন
- ক্ষত ও ক্ষতিগ্রস্থ চামড়ার ব্যবহার নির্দেশিত নয়
- ব্যান্ডেজ অথবা হিটিং প্যাডে ঢেকে রাখা যাবে না
- গােসলের ১ ঘণ্টা আগে অথবা ৩০ মিনিট এর মধ্যে ব্যবহার করবেন না।
থেরাপিউটিক ক্লাস
Herbal and Nutraceuticals
সংরক্ষণ
আলাে ও আর্দ্রতা থেকে দূরে, তাপমাত্রা ৩০° সেলসিয়াসের নিচে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।