Cytocid Oral Suspension
(175 mg+225 mg)/5 ml
200 ml bottle:
৳ 32.00
Also available as:
নির্দেশনা
এ্যালুমিনাম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অম্লাধিক্য (হাইপার এসিডিটি), পাকস্থলী বা অন্ত্রে ঘা (পেপটিক আলসার), পাকস্থলীর প্রদাহ (গ্যাস্ট্রাইটিস), বুক জ্বালা (হার্টবার্ন) এবং বদহজমে (ডিসপেপসিয়া) নির্দেশিত।
মাত্রা ও সেবনবিধি
ট্যাবলেট: ১-২ টি ট্যাবলেট খাবার ১-৩ ঘণ্টা পরে এবং রাত্রে শোবার সময়।
সাসপেনশন: চা চামচের ১-২ চামচ খাবার ১-৩ ঘণ্টা পরে এবং শোবার সময়।
সাসপেনশন: চা চামচের ১-২ চামচ খাবার ১-৩ ঘণ্টা পরে এবং শোবার সময়।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
প্রতিনির্দেশনা
যেসব রোগীদের হাইপোফসফেটেমিয়া আছে তাদের এটি দেয়া যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া
দীর্ঘমেয়াদী ব্যবহারে এলকালইউরিয়া এবং নেফ্রোলিথিয়াসিস হতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভধারণের প্রথম তিন মাসে এ্যালুমিনাম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার না করার পরামর্শ দেয়া হয়।
থেরাপিউটিক ক্লাস
Antacids
সংরক্ষণ
আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।