Unit Price:
৳ 4.00
(3 x 10: ৳ 120.00)
Strip Price:
৳ 40.00
নির্দেশনা
ইহা নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
- ক্ষুধা বাড়ায়
- শারীরিক উচ্চতা ও ওজন বৃদ্ধি করে
- মাসল প্রোটিন তৈরিতে সহায়তা করে
- ক্যালসিয়ামের শোষণ বাড়ায়
- শক্তি তৈরিতে সহায়তা করে
উপাদান
প্রতিটি ট্যাবলেটে আছে-
- এল-লাইসিন ইউএসপিঃ ৫০ মি.গ্রা.
- ভিটামিন এ বিপিঃ ১৫০০ আই ইউ
- ভিটামিন ডি৩ বিপিঃ ১০০ আই ইউ
- ভিটামিন ই বিপিঃ ১০ আই ইউ
- ভিটামিন বি১ বিপিঃ ০.২৫ মি.গ্রা.
- ভিটামিন বি২ বিপিঃ ০.২৫ মি.গ্রা.
- ভিটামিন বি৬ বিপিঃ ০.২৫ মি.গ্রা.
- ভিটামিন বি১২ বিপিঃ ২.০০ মাইক্রোগ্রাম
- ভিটামিন সি বিপিঃ ৫০ মি.গ্রা.
- নিকোটিনামাইড বিপিঃ ২.৫০ মি.গ্রা.
- ফলিক এসিড বিপিঃ ০.২৫ মি.গ্রা.
মাত্রা ও সেবনবিধি
প্রাপ্তবয়স্ক: দিনে ৩ টি ট্যাবলেট।
শিশু (১ বছর এবং ঊর্ধ্বে): বয়স ও প্রয়োজন অনুযায়ী দিনে ১-৩ টি ট্যাবলেট।
শিশু (১ বছর এবং ঊর্ধ্বে): বয়স ও প্রয়োজন অনুযায়ী দিনে ১-৩ টি ট্যাবলেট।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
প্রতিনির্দেশনা
এর এক বা একাধিক উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।
পার্শ্ব প্রতিক্রিয়া
সাধারণ মাত্রায় সহনীয়।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
এই সম্পর্কিত সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
থেরাপিউটিক ক্লাস
Specific combined vitamin preparations
সংরক্ষণ
ওষুধ সেবনের পর বোতলের ছিপি ভালভাবে বন্ধ রাখুন। আলো ও আর্দ্রতা থেকে দূরে ২৫° সে. তাপমাত্রার নিচে রাখুন।