নির্দেশনা

এই জীবাণুমুক্ত চোখের জেল ড্রপ নির্দেশিত:
  • চোখের শুষ্কতা দূর করনে।
  • চোখের সাময়িকভাবে অস্বস্তি যেমন সামান্য জ্বালা বা বাতাস এবং রোদের সংস্পর্শের অস্বস্তি থেকে মুক্তি দেয়।
  • পরবর্তী চোখ জ্বালা থেকে রক্ষাকারী হিসাবে।

মাত্রা ও সেবনবিধি

প্রয়োজন অনুযায়ী আক্রান্ত চোখে এক বা দুই ফোঁটা করে।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন

পার্শ্ব প্রতিক্রিয়া

  • ঝাপসা দৃষ্টি।
  • চোখের পাপড়ি ম্যাটিং বা আঠালো হওয়া।

সতর্কতা

যদি আপনি নিম্নলিখিত কারন গুলোর মধ্যে কোনটি অনুভব করেন তবে ব্যবহার বন্ধ করুন এবং একজন ডাক্তারের পরামর্শ নিন:
  • চোখ ব্যাথা
  • দৃষ্টি পরিবর্তন
  • চোখের ক্রমাগত লালভাব বা জ্বালা
  • অবস্থার অবনতি এবং তা ৭২ ঘন্টারও বেশি সময় ধরে অব্যাহত থাকা

থেরাপিউটিক ক্লাস

Drugs for Dry eyes

সংরক্ষণ

প্রথম মােড়ক খােলার ৩০ দিনের মধ্যে ব্যবহার করুন। শুষ্ক স্থানে অনধিক ৩০°সে. তাপমাত্রায় সংরক্ষণ করুন। আলো থেকে দূরে রাখুন। ব্যবহারের পরপরই বােতলের মুখ ভালভাবে বন্ধ করুন। সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
Pack Image of Eyemist 0.25% 0.3% Eye Gel Pack Image: Eyemist 0.25% 0.3% Eye Gel