Herbal

ইসবগুল প্লাস এফারভেসেন্ট পাউডার

Pack Image
(৩ গ্রাম+১ গ্রাম)/৪ গ্রাম
100 gm container: ৳ 380.00
Also available as:

নির্দেশনা

কোষ্ঠকাঠিন্য, অন্ত্র প্রদাহ, আইবিএস, আলসারেটিভ কোলাইটিস ও অর্শ তে ইহা নির্দেশিত।

উপাদান

প্রতি ৪ গ্রাম এ রয়েছে নিম্নোক্ত হার্বস সমূহের পাউডারঃ
  • ইসবগুল ভুসি (Plantago ovata): ৩.০০ গ্রাম
  • সোনা পাতা (Cassia angustifolia): ১.০০ গ্রাম

ফার্মাকোলজি

ইসবগুল প্লাস হচ্ছে ইসবগুল স্পাইসির অত্যন্ত কার্যকর হারবাল ফর্মুলা যা ইসবগুল এবং সোনাপাতা (৩:১) এই ২ টি ল্যাক্সেটিভ ভেষজের সমস্বয়ে প্রস্তুত।  ইসবগুল এর রয়েছে নিজের ওজনের চেয়ে ৪০ গুন বেশি পানি শোষনের ক্ষমতা এবং সোনাপাতা বৃহদন্ত্র হতে পানি এবং ইলেকট্রোলাইট সমূহ পরিশোষনে বাধা প্রদান করে যা আন্ত্রিক উপাদানের পরিমান ও চাপ বাড়িয়ে দেয় এবং অন্ত্রে পেরিসটালটিক মুভমেন্ট বৃদ্ধি করে। ফলে ইসবগুল প্লাস অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রন করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।  বাইল এসিড কোলেস্টেরলে উপস্থিত ফ্যাট হজমের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। ইসবগুল এর দ্রবনীয় ফাইবার বাইল এসিড এর সাথে যুক্ত হতে পারে; যার ফলশ্রুতিতে ফ্যাট এর নিঃসরণের মাধ্যমে রক্তে বিদ্যমান কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায়।  ইসবগুল প্লাস নিয়মিত ব্যবহারে পেটের অতিরিক্ত গ্যাস দূর করে, অন্ত্রপ্রদাহ, অন্ত্রের প্রদাহজনিত সংক্রমন, আইবিএস এবং আলসারেটিভ কোলাইটিস, হজমশক্তি বৃদ্ধি করে এবং ডাইজেসটিভ সিস্টেম এর কার্যকারিতা স্বাভাবিক করে ও অন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্ত বয়স্ক: ১ টি ৪ গ্রাম স্যাশেটের সবটুকু উপাদান অথবা ৪ গ্রাম পাউডার ১৫০-২০০ মিলি পানিতে মিশিয়ে দৈনিক ১-২ বার।

অপ্রাপ্তবয়স্কঃ
  • ৬-১২ বছর: ১ টি ৪ গ্রাম স্যাশেটের অর্ধেক (১/২)- সম্পূর্ণ পরিমাণ পাউডার অথবা ২-৪ গ্রাম পাউডার ১৫০-২০০ মিলি পানিতে মিশিয়ে দৈনিক ১-২ বার।
  • ৬ বছরের নিচে: চিকিৎসকের পরামর্শ অনুযায়ি গ্রহণ করা উচিত।  ১ টি ৪ গ্রাম স্যাশেটের অর্ধেক (১/২) পরিমাণ পাউডার অথবা ২ গ্রাম পাউডার ১৫০-২০০ মিলি পানিতে মিশিয়ে দৈনিক ১-২ বার।  
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন

প্রতিনির্দেশনা

শুকনো পাউডার মুখে খাওয়ার সময় কিছু কিছু ক্ষেত্রে খাদ্যনালীতে প্রতিবন্ধকতার ফলে বিরূপ প্রতিক্রিয়া দেখা যেতে পারে।

পার্শ্ব প্রতিক্রিয়া

কিছু কিছু ক্ষেত্রে পেট ফাঁপা, পাকস্থলীর স্ফীতি ও আন্ত্রিক প্রতিবন্ধকতা জনিত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

ইহা গর্ভাবস্থায় প্রয়োগ উচিত নয়। তবে ইহা মাতৃদুগ্ধে নিঃসৃত হয় না বিধায় স্তন্যদানকালে এটি সেবন করা নিরাপদ।

সতর্কতা

ইহা সেবনকালীন সময়ে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে।  আন্ত্রিক প্রতিবন্ধকতা ও এপেনডিসাইটিস জনিত সমস্যায় সেবন নিষেধ।

থেরাপিউটিক ক্লাস

Bulk-forming laxatives, Herbal and Nutraceuticals

সংরক্ষণ

ইসবগুল প্লাস সেবনকালীন সময়ে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে।  আন্ত্রিক প্রতিবন্ধকতা ও এপেনডিসাইটিস জনিত সমস্যায় সেবন নিষেধ।
Pack Image of Isabgul Plus (3 gm Eff. Powder Pack Image: Isabgul Plus (3 gm Eff. Powder