নির্দেশনা

ইহা শুষ্ক কাশি, দীর্ঘস্থায়ী কাশি, অ্যালার্জি জনিত কাশি সহ খুসখুসে কাশিতে কার্যকরী।
ইহা জমাট বাঁধা কফ তরল করে বের করে দেয়।
ইহা স্বরভঙ্গ এবং গলাব্যথা চিকিৎসায় কার্যকরী।
ইহা শ্বাসনালীর প্রদাহ এবং হাঁপানী চিকিৎসায় উপকারী।
ইহা হাঁচি ও শ্বাসনালীর সংকোচনে উপশম করে।
ইহা ব্রংকাইটিস ও এজমায় উপকারী।
ইহা ড্রাই কফ, ক্রনিক কফ, এলার্জিক কফ, স্বরভঙ্গ ও কাশিজনিত গলা ব্যথা দূর করতে খুবই কার্যকর।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্ত বয়স্কঃ ৩ চা চামচ করে প্রত্যহ ৩ বার।
অপ্রাপ্ত বয়স্কঃ ১-২ চা চামুচ করে প্রত্যহ ৩ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন

পার্শ্ব প্রতিক্রিয়া

ইহার কোন পার্শ্বপ্রতিকৃয়া না থাকায় শিশু, প্রেগন্যান্সি, Cardiac Patient দের জন্য বিশেষ ভাবে উপযোগী।

থেরাপিউটিক ক্লাস

Herbal and Nutraceuticals
Pack Image of Alkof  Syrup Pack Image: Alkof Syrup