ডেক্সোটিক্স ট্যাবলেট
৬০ মি.গ্রা.+১২০০ মি.গ্রা.
Unit Price:
৳ 10.00
(7 x 4: ৳ 280.00)
Strip Price:
৳ 40.00
নির্দেশনা
ইহা ঠান্ডার সাথে জড়িত সকল উপসর্গ যেমন-শুষ্ক কাশি, বুকে কফ জমে থাকা ইত্যাদি উপসর্গ নিরাময় করে।
ফার্মাকোলজি
ইহা হলাে ডেক্সট্রোমিথরফেন হাইড্রোব্রোমাইড এবং গুয়াইফিনেসিন এর সংমিশ্রণে তৈরি বাই-লেয়ার ট্যাবলেট। ডেক্সট্রোমিথরফেন কাশি উপশমকারি উপাদান এবং মস্তিষ্কের কফ সেন্টারকে ব্লক করার মাধ্যমে কাশি দমন করে। গুয়াইফিনেসিন কফ নিঃসরণকারি উপাদান। ইহা শ্বাসনালী হতে নিঃসৃত পদার্থে পানির পরিমাণকে বাড়ানাের মাধ্যমে কফের ঘনতুকে কমায় যার ফলে কফ নিঃসরণে সহায়তা হয়।
মাত্রা ও সেবনবিধি
প্রাপ্তবয়স্ক এবং ১২ বছরের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে: প্রতি ১২ ঘণ্টায় একটি অথবা দুইটি ট্যাবলেট এবং প্রতিদিন ৪ টির বেশি ট্যাবলেট সেবন করা যাবে না।
- ট্যাবলেট গুড়া করে ভেঙ্গে বা চুষে খাওয়া যাবে না।
- ট্যাবলেটের সাথে এক গ্লাস পানি খেতে হবে।
- এই ওষুধটির সাথে খাবারের কোন ক্রিয়া-প্রতিক্রিয়া নেই।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
প্রতিনির্দেশনা
যে সকল রােগীর ডেক্সট্রোমিথরফেন এবং গুয়াইফিনেসিন এর প্রতি অতি সংবেদনশীলতায় এই ট্যাবলেট প্রতিনির্দেশিত। যে সকল রোগী মনাে-অ্যামিনাে অক্সিডেজ ইনহিবিটর সেবন করছেন অথবা সেবন বন্ধ করার ২ সপ্তাহ পর্যন্ত এই ট্যাবলেট সেবন করা যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া
পার্শ্ব প্রতিক্রিয়াগুলাের মধ্যে সংবেদনশীলতা, অবসাদ এবং বমি বমি ভাব অন্যতম।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে নিরাপদ ব্যবহার সম্পর্কিত কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তাই এসব ক্ষেত্রে ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
বিশেষ ক্ষেত্রে ব্যবহার
শিশুদের ক্ষেত্রে ব্যবহার: ১২ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এই ট্যাবলেট নির্দেশিত নয়।
থেরাপিউটিক ক্লাস
Combined cough expectorants, Cough expectorants & mucolytics
সংরক্ষণ
৩০°সে এর উপরে সংরক্ষণ করা হতে বিরত থাকুন। আলাে থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন।