Unit Price:
৳ 40.00
(1 x 4: ৳ 160.00)
Strip Price:
৳ 160.00
This medicine is unavailable
Also available as:
নির্দেশনা
সেফডিনির নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত -
- কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া,
- দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিসের তীব্র এক্সারভেসন,
- তীব্র ম্যাক্সিলারি সাইনোসাইটিস,
- ফ্যারিঞ্জাইটিস/টনসিলাইটিস,
- তীব্র ব্যাকটেরিয়াল ওটাইটিস মিডিয়া এবং
- জটিল ত্বক এবং ত্বকের গঠন সংক্রমণে।
মাত্রা ও সেবনবিধি
সমস্ত সংক্রমণের জন্য মোট দৈনিক ডোজ হল ৬০০ মিগ্রা। ডোজ সময়সূচী নিম্নলিখিত:
ওরাল সাসপেনশনের জন্য পাউডার: সমস্ত সংক্রমণের জন্য মোট দৈনিক ডোজ হল ১৪ মিগ্রা/কেজি শরীরের ওজন এবং সর্বোচ্চ ৬০০ মিগ্রা/দিন পর্যন্ত। পেডিয়াট্রিক রোগীদের জন্য ওরাল সাসপেনশনের ডোজ সময়সূচী নিম্নরূপ:
সাসপেনশনের জন্য পাউডার পুনর্গঠনের জন্য নির্দেশনা: বোতলটি ভালভাবে ঝাঁকাতে হবে যাতে পাউডার দলা পেকে না থাকে। বোতলে সরবরাহকৃত ৫ মিলি চামচের সাহায্যে ৪০ মিলি (৮ x ৫ মিলি চামচ) ফুটানো ঠাণ্ডা পানি যোগ করুন। সমস্ত পাউডার না মিশে যাওয়া পর্যন্ত ভালভাবে ঝাঁকান। পুনর্গঠিত সাসপেনশন ঘরের তাপমাত্রায় রাখা হলে প্রস্তুতির ১০ দিনের মধ্যে বা ফ্রিজে রাখা হলে প্রস্তুতির ১৪ দিনের মধ্যে ব্যবহার করা উচিত। ব্যবহারের আগে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন।
সংক্রমণের ধরন | ডোজ | সময়কাল |
একিউট এক্সারভেসন অব ক্রনিক ব্রঙ্কাইটিস | ৩০০ মিলিগ্রাম দিনে দুইবার বা ৬০০ মিলিগ্রাম দিনে একবার | ৫ থেকে ১০ দিন |
ফ্যারিঞ্জাইটিস/টনসিলাইটিস | ||
একিউট ব্যাকটেরিয়াল ওটাইটিস মিডিয়া | ||
তীব্র ম্যাক্সিলারি সাইনোসাইটিস | ৩০০ মিলিগ্রাম দিনে দুইবার বা ৬০০ মিলিগ্রাম দিনে একবার | ১০ দিন |
কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া | ৩০০ মিলিগ্রাম দিনে দুইবার | ১০ দিন |
জটিল ত্বক এবং ত্বকের গঠন সংক্রমণ |
ওরাল সাসপেনশনের জন্য পাউডার: সমস্ত সংক্রমণের জন্য মোট দৈনিক ডোজ হল ১৪ মিগ্রা/কেজি শরীরের ওজন এবং সর্বোচ্চ ৬০০ মিগ্রা/দিন পর্যন্ত। পেডিয়াট্রিক রোগীদের জন্য ওরাল সাসপেনশনের ডোজ সময়সূচী নিম্নরূপ:
সংক্রমণের ধরন | ডোজ | সময়কাল |
একিউট ব্যাকটেরিয়াল ওটাইটিস মিডিয়া | ৭ মিগ্রা/কেজি দুইবার বা ১৪ মিগ্রা/কেজি প্রতিদিন একবার | ৫ থেকে ১০ দিন |
ফ্যারিঞ্জাইটিস/টনসিলাইটিস | ||
তীব্র ম্যাক্সিলারি সাইনোসাইটিস | ৭ মিগ্রা/কেজি দুইবার বা ১৪ মিগ্রা/কেজি প্রতিদিন একবার | ১০ দিন |
জটিল ত্বক এবং ত্বকের গঠন সংক্রমণ | ৭ মিগ্রা/কেজি প্রতিদিন দুইবার | ১০ দিন |
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
পার্শ্ব প্রতিক্রিয়া
সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হল ডায়রিয়া, ভ্যাজাইনাল মনিলিয়াসিস, বমি বমি ভাব এবং বমি, মাথাব্যথা, ফুসকুড়ি ইত্যাদি।
থেরাপিউটিক ক্লাস
Third generation Cephalosporins
সংরক্ষণ
ঘরের তাপমাত্রায় সংরক্ষণ করুন এবং আলো থেকে রক্ষা করুন। পুনর্গঠনের পর সাসপেনশনটি ঘরের তাপমাত্রায় রাখলে ৭ দিনের মধ্যে এবং ফ্রিজে (২-৮ ডিগ্রি সেলসিয়াস) রাখলে ১৪ দিনের মধ্যে ব্যবহার করা যেতে পারে। বোতল সবসময় শক্তভাবে বন্ধ রাখুন।