MUPS Tablet

অমিটিড মাপ্‌স ট্যাবলেট

২০ মি.গ্রা.
Unit Price: ৳ 7.00 (5 x 10: ৳ 350.00)
Strip Price: ৳ 70.00
Also available as:

নির্দেশনা

অমিটিড মাপ্‌স মাপ্‌স ট্যাবলেট নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
  • গ্যাস্ট্রিক ও ডিওডেনাল আলসার
  • নন-স্টেরয়ডাল প্রদাহবিরোধী ঔষধ ব্যবহারজনিত গ্যাস্ট্রিক ও ডিওডেনাল আলসার
  • হেলিকোব্যাকটার পাইলেরি চিকিৎসয়া (ট্রিপল থেরাপী)
  • গ্যাস্ট্রোইসােফ্যাজিয়াল রিফ্লাক্স ডিজিজ
  • রিফ্লাক্স ইসোফ্যাগাইটিস প্রশমন
  • জলিঞ্জার-এলিসন সিনড্রম।

ফার্মাকোলজি

মাপ্‌স হল মাল্টি ইউনিট পিলেট সিস্টেম। মডিফাইভ রিলিজ কোটেড পিলেট ধারা গঠিত ট্যাবলেটই মাপ্‌স ট্যাবলেট নামে পরিচিত। মাপ্‌স ট্যাবলেট বর্তমানে সবচেয়ে আধুনিক টেকনােলজির ট্যাবলেট যাতে ট্যাবলেট এবং পিলেট ফিল্ড ক্যাপসুল এর উপকারি দিকগুলাের সবই পাওয়া যায়।

সাধারন মডিফাইড রিলিজ ওমিপ্রাজল ট্যাবলেট এবং পিলেটস্‌ ফিল্ড ওমিপ্রাজল ক্যাপসুল থেকে ওমিপ্রাজল মাপ্‌স ট্যাবলেটের সুবিধা:
  • সর্বোচ্চ বায়ােএভেলিবিলিটি নিশ্চিত করে
  • মাইক্রো পিলেটস্‌ যা সম্পুর্নরুপে পাকস্থলি থেকে ইন্টেস্টাইনে গিয়ে দ্রুত শোষিত হয় এবং যা দ্রূত tmax এবং Cmax নিশ্চিত করে
  • হযাৎ করে ইন্টেস্টাইনে অতিরিক্ত ওষুধের সম্ভাবনা কমিয়ে দেয়
  • এটি দ্রুত এবং দীর্ঘ সময় ধরে কার্যকর
  • ড্রাগ রিলিজের পরিমান সবসময় একই থাকে
  • প্রতিদিন ১ টি করে ট্যাবলেট
  • সবসময় একই মাত্রায় ওযুধের শােষন নিশ্চিত করে
  • ইসােফেজিয়ল রেসিডেন্স সময় ক্যাপসুলের থেকে কম।
ফামাকোডাইনামিক সুবিধা:
  • মাপ্‌স ট্যাবলেটে পিলেট দ্রুত পাকস্থলি থেকে ইন্টেস্টাইনে যায়। যার ফলে ইন্টেস্টাইনের ঔষুধ দ্রুত শােষিত হয়। এর কারন হল পিলেটসে্‌র আকায় অনেক ছোট এবং যার ফলে অনেক বড় জায়গা নিয়ে এটি ইন্টেস্টাইনে শােষিত হয়।

ঔষধের মাত্রা

পূর্ণবয়স্কদের জন্য-
  • গ্যাস্ট্রোইসােফ্যাজিয়াল রিফ্লাক্স ডিজিজ: ২০ মি.গ্রা. প্রতিদিন একবার করে ৪ সপ্তাহ
  • গ্যাস্ট্রিক আলসার: ২০ মি.গ্রা. প্রতিদিন একবার করে ৪-৮ সপ্তাহ
  • ডিওডেনাল আলসার: ২০ মি.গ্রা. প্রতিদিন একবার করে ২-৪ সপ্তাহ
  • নন-স্টেরয়ডাল প্রদাহবিরোধী ঔষধ ব্যবহারজনিত আলসার: ২০ মি.গ্রা. প্রতিদিন একবার করে ৪-৮ সপ্তাহ
  • রিফ্লাক্স ইসোফ্যাগাইটিস প্রশমন: ২০ মি.গ্রা. প্রতিদিন একবার করে ৪-৮ সপ্তাহ
  • হেলিকোব্যাকটার পাইলেরি চিকিৎসয়া: ২০ মি.গ্রা. প্রতিদিন দুইবার করে ৭ দিন
  • জলিঞ্জার-এলিসন সিনড্রম: ৬০ মি.গ্রা. প্রতিদিন একবার করে।
২ বছরের ঊর্ধ্বের বাচ্চাদের জন্য-
  • গ্যাস্ট্রোইসােফ্যাজিয়াল রিফ্লাক্স ডিজিজ: ২০ মি.গ্রা. প্রতিদিন একবার করে ২-৪ সপ্তাহ
  • রিফ্লাক্স ইসোফ্যাগাইটিস প্রশমন: ২০ মি.গ্রা. প্রতিদিন একবার করে ৪-৮ সপ্তাহ।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন

সেবনবিধি

  • ট্যাবলেটটি খাবার আগে বা পরে খাওয়া যেতে পারে।
  • ট্যাবলেটটি এক গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন। ট্যাবলেটটি চুষে অথবা কামড়ে থাকেন না। অথবা
  • যদি রােগীয় ওষুধ গিলে খেতে অসুবিধা হয় তাহলে ট্যাবলেটটি এক গ্লাস পানিতে রাখুন। তারপর পানি ঠিকমত নাড়ুন যাতে ট্যাবলেটটি গুলে যায়। মিশ্রনটি ৩০ মিনিটের মধ্যে খেতে হবে।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন

ঔষধের মিথষ্ক্রিয়া

অমিটিড মাপ্‌স সাইটোক্রম পি-৪৫৩ এর মাধ্যমে মেটাবলিজম হয়। যে সকল ওযুধ সাইটোক্রম পি-৪৫০ দ্বারা বের হয়ে যায় তাদের সাথে প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

প্রতিনির্দেশনা

ওমিপ্রাজল মাপ্‌স ট্যাবলেট বা এই প্রস্তুতির যে কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীল রােগীদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

ইতিহাস অনুযায়ী ক্ষতিকারক বলা যায় না। ওমিপ্রাজল গর্ভকালীন সময়ে ব্যাবহার করা যাবে। ওমিপ্রাজল মাতৃদুগ্ধের সাথে নিঃসরিত হয়, কিন্তু তা সাধারনত বাচ্চার কোন ক্ষতি করে না।

সতর্কতা

যে সকল রোগীর লিভার এবং কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।

থেরাপিউটিক ক্লাস

Proton Pump Inhibitor

সংরক্ষণ

ঠাণ্ডা ও শুষ্ক জায়গায় (২৫° সে. তাপমাত্রার নিচে), আলাে ও আদ্রতা থেকে দূরে রাখা উচিৎ।