100 ml bottle:
৳ 45.00
নির্দেশনা
শুষ্ক কাশি নিয়ন্ত্রণের জন্য সাইট্রিক এসিড মনোহাইড্রেট নির্দেশিত।
ফার্মাকোলজি
সাইট্রিক এসিড মনোহাইড্রেট শুষ্ক কাশি নিবারণে সাহায্য করে এবং গলাকে যেকোনো অস্বস্তি ও ব্যথা থেকে মুক্তি দেয়। সাইট্রিক এসিড একটি ডিমালসেন্ট যা গলার অভ্যন্তরে মিউকাস মেমব্রেনের উপর একটি সুরক্ষাকারী স্তর তৈরী করার মাধ্যমে এটিকে প্রদাহ থেকে রক্ষা করে। গলাধঃকরণের পর সাইট্রিক এসিড মনোহাইড্রেট শোষিত হয়। মানুষের দেহে প্রাকৃতিকভাবে এটি সর্বত্র দেখতে পাওয়া যায়।
মাত্রা ও সেবনবিধি
বয়স ১-৫ বছরঃ ৫ মি.লি. দিনে ৪ বার পর্যন্ত
বয়স ৬-১২ বছরঃ ১০ মি.লি. দিনে ৪ বার পর্যন্ত
বয়স >১২ বছর এবং পূর্ণবয়স্কঃ ২০ মি.লি. দিনে ৩-৪ বার
বয়স ৬-১২ বছরঃ ১০ মি.লি. দিনে ৪ বার পর্যন্ত
বয়স >১২ বছর এবং পূর্ণবয়স্কঃ ২০ মি.লি. দিনে ৩-৪ বার
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
ঔষধের মিথষ্ক্রিয়া
কোন ড্রাগ ইন্টার্যাকশান দেখা যায়নি।
প্রতিনির্দেশনা
ওষুধটির কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীল হলে সেক্ষেত্রে প্রতিনির্দেশিত হবে।
পার্শ্ব প্রতিক্রিয়া
উল্লেখিত মিত্রায় ওষুধটি সেবন করলে তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না। যদি উল্লেখিত মাত্রা থেকে বেশি ওষুধ সেবন করা হয় তাহলে এখানে যে গ্লিসারল থাকে তা মাথা ব্যথা, বদহজম এবং ডায়রিয়ার কারণ হতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভাবস্থায় সাইট্রিক এসিড মনোহাইড্রেট ব্যবহারে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। সাইট্রিক এসিড মনোহাইড্রেট এবং এর মেটাবোলাইট মাতৃদুগ্ধের সাথে নিঃসরিত হয় কিনা তা জানা যায়নি।
সতর্কতা
রোগীর জন্মগত ফ্রুক্টোজ ইনটলারেন্স, গ্লুকোজ-গ্যালাক্টোজ অপুষ্টিজনিত এবং সুক্রেজ-আইসোম্যাল্টেজ এর অভাবজনিত সমস্যা থাকলে ওষুধটি গ্রহণ করা উচিত হবে না।
থেরাপিউটিক ক্লাস
Cough suppressant
সংরক্ষণ
আলো থেকে দূরে, ঠান্ডা ও শুকনো স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।