নির্দেশনা

ডেক্সট্রোমিথোরফেন হাইড্রোব্রোমাইড নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
  • দীর্ঘস্থায়ী শুষ্ক কাশি
  • আনপ্রোডাক্টিভ কাশি
  • তীব্র শুষ্ক কাশি যা স্বাভাবিক কাজ বা ঘুমে ব্যাঘাত ঘটায়

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্ক এবং ১২ বছরের বেশি বয়সী শিশু: ১৫ থেকে ৩০ মিলিগ্রাম দিনে তিন থেকে চার বার। দিনে চারবার পর্যন্ত ৬০ মিলিগ্রাম ডোজ বর্ধিত পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ব্যবহার করা যায়।

৬ থেকে ১২ বছরের মধ্যে শিশু: ৫-১৫ মিলিগ্রাম প্রতিদিন চার বার পর্যন্ত নির্দেশিত।

২ থেকে ৬ বছরের মধ্যে শিশু: ২.৫-৫ মিলিগ্রাম প্রতিদিন চার বার পর্যন্ত নির্দেশিত।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন

পার্শ্ব প্রতিক্রিয়া

ডেক্সট্রোমিথোরফেন হাইড্রোব্রোমাইড এর প্রতিকূল প্রভাব বিরল, কিন্তু কখনও কখনও বমি বমি ভাব এবং মাথা ঘোরা হতে পারে। ইহা কোন ব্যথা বা আসক্তি এবং সামান্য বা কোন CNS বিষণ্নতা তৈরী করে না। অতিরিক্ত মাত্রার পরে উত্তেজনা, বিভ্রান্তি এবং শ্বাসযন্ত্রের বিষণ্নতা ঘটতে পারে।

থেরাপিউটিক ক্লাস

Cough suppressant

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।