Unit Price:
৳ 5.00
(6 x 5: ৳ 150.00)
Also available as:
নির্দেশনা
গ্লিসাপ সাপোজিটরি অনিয়মিত কোষ্ঠকাঠিন্যতে ব্যবহার করা হয়।
ফার্মাকোলজি
গ্লিসারিন একটি হাইপারওসমােটিক ল্যাক্সাটিভ যা পায়ুপথে দেয়া হয় এবং যা ১৫ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যে অন্ত্রের গতি সৃষ্টি করে। হাইপারওসমােটিক ল্যাক্সাটিভ পার্শ্ববর্তী টিস্যু থেকে পানি শােষন করে ফলে অন্ত্রের গতি বৃদ্ধি পায়। যার ফলে নরম মল সৃষ্টি করে এবং অন্ত্রের গতি বৃদ্ধিতে কাজ করে। এটি অনিয়মিত কোষ্ঠকাঠিন্যতে ব্যবহার করা হয়।
মাত্রা ও সেবনবিধি
শিশু (২ বছরের নিচে): চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
শিশু (২-৬ বছর): ১টি গ্লিসারিন ১.১৫ সাপােজিটরি দিনে একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
প্রাপ্ত বয়স্ক এবং শিশু (৬ বছরের ঊর্ধ্বে): ১টি গ্লিসারিন ২.৩০ সাপােজিটরি দিনে একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
সাপােজিটরি ভালমত পায়ুপথের ভিতরে দিতে হবে। সাপােজিটরি সম্পূর্ণভাবে গলে না গেলেও অন্ত্রের গতি বৃদ্ধি পেতে পারে।
শিশু (২-৬ বছর): ১টি গ্লিসারিন ১.১৫ সাপােজিটরি দিনে একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
প্রাপ্ত বয়স্ক এবং শিশু (৬ বছরের ঊর্ধ্বে): ১টি গ্লিসারিন ২.৩০ সাপােজিটরি দিনে একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
সাপােজিটরি ভালমত পায়ুপথের ভিতরে দিতে হবে। সাপােজিটরি সম্পূর্ণভাবে গলে না গেলেও অন্ত্রের গতি বৃদ্ধি পেতে পারে।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
প্রতিনির্দেশনা
গ্লিসারিন এর প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে গ্লিসারিন সাপোজিটরি প্রতিনির্দেশিত।
পার্শ্ব প্রতিক্রিয়া
মলাশয়ে জ্বালাপোড়া বা প্রদাহ অনুভব হতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
প্রেগনেন্সি ক্যাটাগরি-সি। গর্ভবতী মায়ের ক্ষেত্রে ব্যবহারের তেমন কোন তথ্য পাওয়া যায়নি।
থেরাপিউটিক ক্লাস
Osmotic purgatives
সংরক্ষণ
আলো ও আর্দ্রতা থেকে দূরে, ২৫ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।