রিটিয়ারস জি চোখের সল্যুসন
০.৫%+০.৯%
10 ml drop:
৳ 180.00
নির্দেশনা
এই জীবাণুমুক্ত চোখের ড্রপ, চোখের শুষ্কতার কারণে সৃষ্ট উপসর্গ উপশমের জন্য নির্দেশিত।
মাত্রা ও সেবনবিধি
প্রয়োজন অনুযায়ী আক্রান্ত চোখে ১ ফোঁটা দিন অথবা চিকিত্সকের নির্দেশ অনুসারে। এটি শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
পার্শ্ব প্রতিক্রিয়া
সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া: যখন এই পণ্যটি প্রথম ব্যবহার করা হয় তখন Eyedew সাময়িকভাবে ঝাপসা হতে পারে।
বিরল পার্শ্ব প্রতিক্রিয়া: এছাড়াও ছোটখাটো এবং অস্থায়ী জ্বালা হতে পারে।
বিরল পার্শ্ব প্রতিক্রিয়া: এছাড়াও ছোটখাটো এবং অস্থায়ী জ্বালা হতে পারে।
থেরাপিউটিক ক্লাস
Drugs for Dry eyes
সংরক্ষণ
৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষন করুন। আলো থেকে দূরে করুন। প্রথম খোলার পর ১ মাসের বেশি ব্যবহার করবেন না। সমস্ত ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।