কেটুক্যাল ট্যাবলেট
Pack Images
৪৫ মাইক্রোগ্রাম+৫০০ মিগ্রা+১০০০ আইইউ
Unit Price:
৳ 20.00
(3 x 10: ৳ 600.00)
Strip Price:
৳ 200.00
নির্দেশনা
মেনাক্যাল-ডি চুষে খাওয়ার ট্যাবলেট নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
- ক্যালসিয়াম, ভিটামিন ডি৩ ও মেনাকুইনোন-৭ এর ঘাটতি জনিত রোগ
- অষ্টিওপরোসিস
- রিউম্যাটয়েড আথ্রাইটিস
- রিকেটস
- বাচ্চাদের হাড় ও দাঁতের সঠিক গঠন ও সুস্থতা
- মেনাকুইনোন-৭, ক্যালসিয়াম ও ভিটামিন ডি৩ এর ঘাটতি জনিত রোগ
- অস্টিওপোরোসিস
- আর্থ্রাইটিস
- অস্টিওম্যালাসিয়া
- অস্টিওজেনেসিস
- প্যানক্রিয়াটাইটিস
- টিটানি
- হাইপোপ্যারাথাইরয়েডিজম
- হাইপারফসফেটেমিয়া
উপাদান
প্রতিটি মেনাক্যাল-ডি চুষে খাওয়ার ট্যাবলেটে রয়েছে-
- মেনাকুইনোন-৭ (ভিটামিন কে২) ৭৫ মাগ্রা
- ক্যালসিয়াম (রেড অ্যালগি) ২৬৪ মিগ্রা
- ভিটামিন ডি৩ (কোলেক্যালসিফেরল) ২০০ আই ইউ
- মেনাকুইনোন-৭ (ভিটামিন কে২) ৪৫ মাগ্রা
- ক্যালসিয়াম (রেড অ্যালগি) ৫০০ মিগ্রা
- ভিটামিন ডি৩ (কোলেক্যালসিফেরল) ১০০০ আই ইউ।
ফার্মাকোলজি
মেনাকুইনোন-৭ ভিটামিন কে এর একটি সক্রিয় ট্রান্স-আইসোমার। এটি রক্তে উপস্থিত ক্যালসিয়ামকে রক্তনালী থেকে পরিবহন করে নিয়ে হাড়ে জমা করার কাজে একটি শক্তিশালী কো-ফ্যাক্টর হিসেবে কাজ করে। রেড অ্যালগি (অ্যাল্গাস ক্যালক্যারিয়াস) থেকে আহরিত ক্যালসিয়াম প্রি-ডাইজেস্টেড অবস্থায় থাকে যা মানুষের শরীরে অতি সহজে শোষিত হয়। রেড অ্যালগিতে ক্যালসিয়াম এর পাশাপাশি হাড়ের গঠনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ট্রেস মিনারেলও পাওয়া যায়। ভিটামিন ডি৩ পরিপাকতন্ত্রে ক্যালসিয়ামের শোষণে সহায়তা করে এবং শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষা করে। সঠিক খাবারের পাশাপাশি রেড অ্যালগি ক্যালসিয়াম, মেনাকুইনোন-৭ এবং ভিটামিন ডি৩ গ্রহণে হাড় ও দাঁতের সঠিক গঠন ও সুস্থতা বজায় থাকে। এছাড়াও এটি অষ্টিওজেনেসিস এর সমস্যা, সুপ্ত টিটানি ও প্যানক্রিয়াটাইটিস এর উপশমে ভূমিকা পালন করে।
মাত্রা ও সেবনবিধি
মেনাক্যাল-ডি-
- শিশু: দৈনিক ১ টি চুষে খাওয়ার ট্যাবলেট সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত।
- কিশোর: দৈনিক ১-২ টি চুষে খাওয়ার ট্যাবলেট সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত।
- প্রাপ্তবয়স্ক: দৈনিক ২ টি চুষে খাওয়ার ট্যাবলেট সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত।
- এই ট্যাবলেট চুষে খাওয়ার জন্য তৈরি, সরাসরি গিলে খাওয়া থেকে বিরত থাকা উচিত ।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
ঔষধের মিথষ্ক্রিয়া
মেনাকুইনোন-৭ ওয়ারফেরিন এর কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। অরলিস্ট্যাট এর সাথে সহব্যবহার মেনাকুইনোন-৭ এর শোষণ কমিয়ে দেয়। সেব্য ক্যালসিয়ামের কারনে টেট্রাসাইক্লিন ও ফ্লোরাইড জাতীয় ওষুধের শোষণ হ্রাস হতে পারে তাই এই সকল ওষুধ সেবনের মধ্যবর্তী বিরতি কমপক্ষে তিন ঘণ্টা হওয়া উচিত। থায়াজায়িড ডাইউরেটিক জাতীয় ওষুধ ক্যালসিয়ামের নিঃসরণ হ্রাস করে। কিছু খাদ্য যেমন শাক, যব, অন্যান্য শস্যজাত খাদ্য, দুধ ও দুগ্ধজাত খাদ্য ক্যালসিয়ামের আন্ত্রিক অধিগ্রহণ হ্রাস করে। ফেনাইটোইন, বারবিচুরেট ও গ্লুকোকরটিকয়েড জাতীয় ওষুধ ভিটামিন ডি৩ এর বিভাজন ঘটাতে পারে।
প্রতিনির্দেশনা
যে সকল রোগীদের মেনাকুইনোন-৭, ক্যালসিয়াম ও ভিটামিন ডি৩ এর প্রতি অতি মাত্রায় সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।
পার্শ্ব প্রতিক্রিয়া
নির্দেশিত মাত্রায় শরীরের জন্য সহনশীল। কদাচিৎ পেটফাঁপা এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত।
থেরাপিউটিক ক্লাস
Herbal and Nutraceuticals, Specific mineral & vitamin combined preparations
সংরক্ষণ
৩০° সেলসিয়াস তাপমাত্রার উপরে সংরক্ষণ করা থেকে বিরত থাকুন, আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
Pack Images: K2Cal 45 mcg Tablet