200 ml bottle: ৳ 150.00

Indications

অম্লাধিক্য, বুক জ্বলা, পাকস্থলীও আন্ত্রিক ক্ষতজনিত ব্যথা, বদহজম, কোষ্ঠকাঠিন্য সেবনমাত্রা ও সেবনবিধি: ২-৪ চ-চামচ ঔষধ দিনে ২-৩ বার আহারের পর অথবা চিকিৎসকের পরামর্শমতে সেব্য।
* রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন

Composition

প্রতি ৫মিলি লিটার গ্যাস্টোজিন সাসপেনশনে আছে নিম্নোক্ত প্রধান প্রধান উদ্দিত ও খনিজ উপাদান যাহা বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী অনুযায়ী প্রস্তুত।
  • ম্যাগনেসিয়াম সিলিকেট- ০.৫৩ গ্রাম
  • ক্যালসিয়াম কার্বোনেট- ০.১৩ গ্রাম
  • সোনা পাতা- ০.১৩ গ্রাম
  • হরিতকীয় খোসা- ০.১৩ গ্রাম
  • জায়ফল- ০.০৩৩ গ্রাম
  • শাপলা ফুল- ০.০৩৩ গ্রাম
  • এবং অন্যান্য উপাদান ০.১ গ্রাম ও সহযোগী উপাদান বিদ্যমান।

Pharmacology

Suspension Humuzin প্রাকৃতিক উদ্ভিদ ও খনিজ উপাদানের মিশ্রণে প্রস্তুত। ইহা পুরুষ ও মহিলা রোগীদের মুখে খাবার যোগ্য গ্যাস্টোজিন মানবদেহের অম্লাধিক্য, পাকস্থলীর প্রদাহ, আন্ত্রিকক্ষত, কোষ্ঠকাঠিন্য এবং অনুরূপ অন্যান্য উপসর্গ নিরাময় করে।

Suspension Humuzin এর কার্যকরী উপাদান ম্যাগনেসিয়াম সিলিকেট পাকস্থলীর অম্লকে শোষণ করে ক্যালসিয়াম কার্বোনেট পাকস্থলীতে অম্লের কারণে সৃষ্টক্ষতের ব্যথা উপশম করে। ট্যানিন পাকস্থলীর ক্ষতকে নিরাময় করে ও সেনুসাইড পায়খানাকে নমর করে পায়ু পথ দিয়ে মল নিঃসরণ করে।

জায়ফল: (ফ্যাটি এসিডস, মায়রিস্টিসিন, কেরোটিন, সুগার) এটি হজমকারক, বলকারক কামোদ্দীপক, নিদ্রাজনক, মূত্রকারক, উত্তেজক, যকৃত ও প্লীহার রোগ নিরাময়ে উপকারী।

সোনাপাতা: (সেনুসাইড, সেলিসাইলিক এসিড, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্রাইসোফেনিক এসিড) সোনাপাতা তিক্ত, মূত্রকারক, বিরেচক, পিত্ত নিঃসারক, চর্মরোগ, বাতব্যাথি, অর্শ, মেহ প্রভৃতি নাশক, রসায়ন ও শুক্রবর্ধক।

শাপলা ফুল: (এলকালয়েড, ভোলাটাইল অয়েল) এর নির্যাস দৈনিক তাপের ভারসাম্য নিয়ন্ত্রণ করে পাকস্থলীর অম্লতা নাশ করে, রক্তের লৌহের ঘাটতি পূরণ করে এবং শারীরিক ক্লান্তি দূর করে।

হরিতকী: (ট্যানিন, স্টেরয়ডাল ট্রাইটারপিনস, ফ্যাভোনয়েড, রেজিন প্রোটিনস, এমাইনো এসিডস, সুগার) বদহজম, কোষ্ঠকাঠিন্য, আমাশয়, জন্ডিস, পাইলস, জ্বর, কাশি, হাঁপানি, পেটফাঁপা, ঢেঁকুর উঠা, যকৃত ও প্লীহা বৃদ্ধি, বাতরোগ ও মূত্রনালীর রোগ নিরাময়ে উপকারী।

ম্যাগনেসিয়াম সিলিকেট: এটি প্রবান্বিত ক্রিয়াযুক্ত অম্লনাশক ও শোষক।

ক্যালসিয়াম কার্বোনেট: দ্রুত কার্যকর অল্মনাশক-যা পাকস্থলীর ও অস্ত্রের ক্ষত জনিত ব্যথা উপশম করে।
* রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন

Contraindications

এর উল্লেখযোগ্য কোন প্রতিনির্দেশনা নাই।

Side Effects

কোনরূপ পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই।

Precautions & Warnings

আলসার রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা বাঞ্ছনীয়।

Therapeutic Class

Herbal and Nutraceuticals

Storage Conditions

আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।