Tablet

নাফটল ট্যাবলেট

৫০ মি.গ্রা.
Unit Price: ৳ 14.00 (3 x 10: ৳ 420.00)
Strip Price: ৳ 140.00

নির্দেশনা

নাফটল বিনাইন প্রোস্ট্যাটিক অবস্ট্রাকশন এবং বিনাইন প্রোস্ট্যাটিক হাইপারপ্লাসিয়া (BPH) সম্পর্কিত নিম্নমূত্রনালীর সংক্রমণের (LUTS) চিকিৎসায় নির্দেশিত। এটি প্রোস্টেটের আকার হ্রাস করে না।
* রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন

ফার্মাকোলজি

নাফটোপিডিল এর একটি প্রস্তুতি যেটি A₁D রিসেপ্টরের প্রতি উচ্চ এন্টাগনিস্টিক প্রভাবসম্পন্ন ৫, এড্রেনার্জিক রিসেপ্টর এন্টাগোনিস্ট। এটি মূত্রনালী এবং প্রোস্টেট গ্রন্থির মসৃণ পেশীর উপর কাজ করে প্রস্রাবে সুবিধা করে। এছাড়া এটি ডেট্রসর পেশীর অতিস্বক্রিয়তাকেও প্রতিরোধ করে।

মাত্রা ও সেবনবিধি

নাফটোপিডিল খাওয়ার পর মুখে গ্রহণ করতে হবে। ট্যাবলেটটি চূর্ণ করা বা চিবানো ব্যতীত সম্পূর্ণ একসাথে গিলে খেতে হবে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে নাফটোপিডিল ২৫ দিনে একবার হিসাবে শুরু করতে হবে। প্রত্যাশিত ফলাফল না পাওয়া গেলে ১ থেকে ২ সপ্তাহ অন্তর অন্তর মাত্রা বৃদ্ধি করে ৫০ থেকে ৭৫ মিগ্রা পর্যন্ত দিনে একবার দেয়া যেতে পারে। বয়স এবং উপসর্গ অনুসারে মাত্রা সমন্বয় করতে হবে। দৈনিক সর্বোচ্চ মাত্রা ৭৫ মিগ্রা।

যকৃতের অকার্যকারিতায়: গুরুতর যকৃতের অকার্যকারিতায় মাত্রা সমন্বয়ের প্রয়োজন হতে পারে যেহেতু এক্ষেত্রে ওষুধের বিপাকীয় প্রক্রিয়া প্রভাবিত হতে পারে।

বৃক্কীয় অকার্যকারিতায়: বৃক্কীয় অকার্যকারিতার রোগীদের ক্ষেত্রে মাত্রা সমন্বয়ের প্রয়োজন নেই।

শিশু ও কিশোরদের ক্ষেত্রে ব্যবহার: ১৮ বছরের কম বয়সের শিশু ও কিশোরদের ক্ষেত্রে এর নিরাপদ ব্যবহার ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি।
* রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন

ঔষধের মিথষ্ক্রিয়া

নাফটলের সাথে ব্যথানাশক, রক্ত তরলকারক, রিউমাটয়েড আর্থ্রাইটিসে ব্যবহৃত ওষুধ, বিষণ্ণতানাশক ওষুধ এবং এন্টিফাংগালের একত্রে প্রয়োগে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে।

প্রতিনির্দেশনা

যাদের নাফটোপিডিল বা এই ওষুধের অন্যান্য উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো মাথাঘোরা, মাথাব্যথা, ক্লান্তি, চোখে ঝাপসা দেখা এবং পেটে অস্বস্তি।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায়: গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে নাফটোপিডিলের ব্যবহার এবং এর সাথে সম্পর্কিত গুরুতর জন্মগত ত্রুটি, গর্ভপাত বা মায়ের বা ভ্রূণের উপর বিরূপ প্রতিক্রিয়ার কোন সুনির্দিষ্ট গবেষণামূলক তথ্য পাওয়া যায় নি।

স্তন্যদানকালে: মাতৃদুগ্ধে এর উপস্থিতি, দুধ উৎপাদনে ওষুধের প্রভাব অথবা মায়ের দুধ পাচ্ছে এমন শিশুর উপর এর প্রভাব সম্পর্কে কোনো তথ্য নেই।

সতর্কতা

যেসব রোগীদের শরীরে লবণের অসামঞ্জস্যতা বা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন রয়েছে এবং ডায়বেটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ওষুধ গ্রহণের পূর্বে সতর্কতা অবলম্বন করতে হবে। রক্তচাপ হঠাৎ হ্রাসের ফলে সাময়িক অজ্ঞান হয়ে যাওয়ার ঝুঁকির কারণে এই ওষুধ গ্রহণের সময় সতর্ক থাকতে হবে।

মাত্রাধিক্যতা

মাত্রাধিক্যের ক্ষেত্রে লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিতে হবে এবং প্রয়োজনীয় সহায়ক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

থেরাপিউটিক ক্লাস

BPH/ Urinary retention/ Urinary incontinence

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।