নির্দেশনা

বষিন্নতা, অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার, প্যানকি ডিজঅর্ডার, সোস্যাল এ্যাংজাইটি ডিজঅর্ডার, জেনারালাইজড‌ এ্যাংজাইটি ডিজঅর্ডার এবং পোস্ট-ট্রমাটকি স্ট্রসে ডিজঅর্ডারে ইহা নির্দেশিত।

মাত্রা ও সেবনবিধি

দৈনিক ২০ মিঃগ্রাঃ একক মাত্রায় সব্যে।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন

ঔষধের মিথষ্ক্রিয়া

ট্রিপটোফনে, এলকোহল, ওয়ারফেরিন

পার্শ্ব প্রতিক্রিয়া

এসথেনিয়া, ঘাম, বমি বমি ভাব, ক্ষুধামন্দা, অত্যধকি তন্দ্রাচ্ছন্নতা, ঝিমুনী, নদ্রিাহীনতা, কাঁপুনী, ভয় ভয় ভাব, পুরুষাঙ্গরে শীথিলতা, র্বীযস্খলনকালীন সময় প্রলম্বতি করন ও পুরুষ জননতন্ত্ররে অন্যান্য র্পাশ্ব প্রতক্রিয়িা।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

অধিক গুরুত্ব বিবেচনা ব্যতিত র্গভাবস্থায় ও স্তন্যদানকালে এই ওষুধ ব্যবহার করা উচতি নয়।

সতর্কতা

মনোএমাইন অক্সডেজ ইনহবিটর অথবা থায়োরিডাজিন ব্যবহারকারী ও প্যারোক্সটিনের প্রতি সংবদেনশীল রোগীর ক্ষত্রেে এর ব্যবহার অনুচতি। হৃৎপন্ডি ও রক্ত সংবহনতন্ত্রীয় সমস্যা এবং মৃগী রোগীদরে ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করতে হবে। মানসকি অবস্থার উপর প্রভাব ফেলে এমন অন্যান্য সকল ওষুধের ন্যায় এ ওষুধ সেবনের পরও রোগীর গাড়ীচালনা ও যন্ত্রপাতি পরচিালনার সময় সর্তকতা অবলম্বন করা উচতি।

থেরাপিউটিক ক্লাস

SSRIs & related anti-depressant drugs
Pack Image of Paroxet 20 mg Tablet Pack Image: Paroxet 20 mg Tablet