নির্দেশনা

এই প্রিপারেশনটি নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-

হালকা থেকে মাঝারি মিশ্র উদ্বেগ/বিষণ্নতায়
মানসিক অস্থিরতয়
ঘুমের ব্যাধিতে
গ্যাস্ট্রিক সমস্যায়

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্ক: প্রতিদিন একটি করে ট্যাবলেট ২ থেকে ৩ বার।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন

পার্শ্ব প্রতিক্রিয়া

ফেনোথিয়াজিন থেরাপিতে টার্ডিভ ডিস্কিনেসিয়াস এর খবর পাওয়া গেছে; সাধারণত দীর্ঘ কোর্সের পর মানসিক অসুস্থতা নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পরিমাণে ডোজ দেওয়া হয়। ব্লাড ডিসক্রেসিয়া, ম্যালিগন্যান্ট নিউরোলেপটিক সিনড্রোম এবং আকস্মিক মৃত্যুর খুব কমই খবর পাওয়া গেছে। অ্যাগ্রানুলোসাইটোসিস, নরট্রিপটাইলিন হাইড্রোক্লোরাইডের একটি বিরল কিন্তু সম্ভাব্য মারাত্মক প্রতিকূল প্রভাব আছে।

থেরাপিউটিক ক্লাস

Combined anxiolytics & anti-depressant drugs

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।