এজিলাসটিন হাইড্রোক্লোরাইড + ফ্লুটিকাসোন প্রোপিওনেট
নির্দেশনা
৬ বছর বা তার বেশি বয়সী রোগীদের সিজনাল অ্যালার্জিক রাইনাইটিসের উপসর্গের উপশমের জন্য নির্দেশিত, যাদের লক্ষণ উপশমের জন্য এজিলাসটিন হাইড্রোক্লোরাইড এবং ফ্লুটিকাসন প্রোপিওনেট উভয়ের সাথে চিকিত্সার প্রয়োজন হয়।
ঔষধের মাত্রা
প্রাপ্তবয়স্কদের: প্রস্তাবিত ডোজ হল একটি স্প্রে প্রতিটি নাসারন্ধ্রে দিনে দুবার।
পেডিয়াট্রিক: এর নিরাপত্তা এবং কার্যকারিতা ৬ বছরের কম বয়সী রোগীদের জন্য প্রতিষ্ঠিত হয়নি।
পেডিয়াট্রিক: এর নিরাপত্তা এবং কার্যকারিতা ৬ বছরের কম বয়সী রোগীদের জন্য প্রতিষ্ঠিত হয়নি।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
সেবনবিধি
ন্যাজাল স্প্রে ব্যবহারবিধি-
- বোতলটি ভালভাবে ঝাঁকিয়ে নিন এবং ডাস্ট কাভারটি খুলে ফেলুন।
- বোতলটি বৃদ্ধাঙ্গুলের উপর দাঁড় করিয়ে তর্জনী ও মধ্যমা নজলের দুই পাশে স্থাপন করে স্প্রেটি ধরুন। একটি ভাল স্প্রে বের না হওয়া পর্যন্ত চাপ প্রয়োগ করুন। প্রথমবার ব্যবহার করলে কিংবা এক সপ্তাহ অথবা তার অধিক সময় ব্যবহার বন্ধ রাখলে স্প্রেটি কয়েকবার চাপ প্রয়োগ করুন যতক্ষন পর্যন্ত না কুয়াশার মত নিখুঁত স্প্রে বেরিয়ে আসছে।
- সাবধানে নাক ঝেড়ে নাসারন্ধ্র পরিস্কার করুন।
- একটি নাসারন্ধ্র বন্ধ করে ন্যাজাল অ্যাপ্লিকেটরটি অন্য নাসারন্ধ্রে সাবধানে প্রবেশ করান। মাথা সামনের দিকে সামান্য ঝুঁকিয়ে ন্যাজাল স্প্রেটি সোজাভাবে রাখুন। নাক দিয়ে শ্বাস নিন এবং শ্বাস নেয়ার সময় ন্যাজাল অ্যাপ্লিকেটরটির সাদা কলারের উপর নিচের দিকে সমানভাবে জোরে চাপ দিয়ে স্প্রে করুন।
- মুখ দিয়ে শ্বাস ত্যাগ করুন।
- পরবর্তী ডোজের জন্য একই / অন্য নাসারন্ধ্রে একই পদ্ধতিতে স্প্রে করুন।
- ডাস্ট কাভারটি খুলে ফেলুন।
- সাবধানে ন্যাজাল অ্যাপ্লিকেটরটি টেনে খুলে ফেলুন।
- উষ্ণ পানিতে অ্যাপ্লিকেটর এবং ডাস্ট কাভারটি ধুয়ে ফেলুন।
- অতিরিক্ত পানি ঝেড়ে ফেলুন এবং স্বাভাবিক তাপমাত্রায় শুকিয়ে নিন। অতিরিক্ত ভাপ প্রয়োগ পরিহার করুন।
- সাবধানতার সঙ্গে অ্যাপ্লিকেটরটি বোতলটির উপরিভাগে পুনঃস্থাপন করুন এবং ডাস্ট কাভারটি পনুরায় সংযুক্ত করুন।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
পার্শ্ব প্রতিক্রিয়া
সবচেয়ে সাধারণ প্রতিকূল প্রতিক্রিয়া (>২% ঘটনা) হল: ডিসজিউসিয়া, এপিস্ট্যাক্সিস এবং মাথাব্যথা।
থেরাপিউটিক ক্লাস
Nasal Steroid Preparations
সংরক্ষণ
আলো ও আর্দ্রতা থেকে দূরে, ২৫ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।