Habb-E Tinkar
Indications
ইহা বিভিন্ন ভেষজ থেকে তৈরী ঔষধ যাহা মানব দেহের অতিরিক্ত মেদ, পেট ফাঁপা, রুচির অভাব এবং পুরনো কোষ্ঠিকাঠিন্য নিরাময় করে।
* রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
Composition
প্রতিটি ৫০০ মিঃ গ্রাঃ ট্যাবলেটে আছে নিম্নোক্ত প্রধান প্রধান ভেষজ উপাদান ও অন্যান্য সহযোগী উপাদান যাহা বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী অনুযায়ী প্রস্তুত।
- ছিবর যর্দ- ২৬১ মিঃ গ্রাম
- ফিলফিল সিয়াহ- ১৭৪ মিঃ গ্রাম
- বষরুল বঙ্গ- ৩৬ মিঃ গ্রাম
- তিনকার বিরিয়ান- ২৯ মিঃ গ্রাম
- লোআবে ঘিকত্তয়ার- প্রয়োজনমতো
Pharmacology
Habb-E Tinkar এর ভিটামিন-থায়ামিন, ভিটামিন বি গ্রুপ, মিনারেল রুচির অভাব দূর করে। কোলিন পেট ফাঁপা নিরাময় করে। ইমোডিন, এসকরবিক এসিড কোষ্ঠকাঠিন্য ও মেদ কমাতে সাহায্য করে।
ছিবর বর্দ: (রাসায়নিক উপাদান- এলইন, ইমোডিন, বারবালোয়িন, এমাইনো এসিড, ট্রেরলস, ভিটামিন-সি, ভিটামিন-বি গ্রুপ, মিনারেল Al, Mg, Cu, Ni, Ca, K, Si, Fe, Pb, Cr, Ba, Ag, Zn, Sr বিদ্যমান):- এটি কোষ্ঠনিবারক, দান্তকারক, উদ্দীপক পাকস্থলীর শক্তিবর্ধক, প্রদাহ নিবারক, পেটফাঁপা নিরাময় করে।
ফিলফিল সিয়াহ: (রাসায়নিক উপাদান- পাইপিরিন, পাইপিরিডিন, পাইপিরিটিন, পাইপিরিনল, থায়ামিনম রিবোফ্ল্যাবিন, নিকোটিনিক এসিড, কেরোটিন, এসকরবিক এসিড):- এটি পাকস্থলীর শক্তিবর্ধক রায়ুনাশক এবং অজীর্ন, বমি, পেটফাঁপা নিরাময় করে।
বযরুল বঙ্গ: (রাসায়নিক উপাদান-ট্রপেইন, এট্রোপিন, হায়োসিন, হায়োসায়ামিন কোলিন) :- এটি ব্যথা নিবারক, নিদ্রাকারক, উত্তেজনা, প্রশমক, পচন নিবারক, দাস্তকারক হিসাবে ক্রিয়া করে।
তিনকার বিরিয়ান: এটি পচনরোধক, জীবানুনাশক, বায়ুনাশক, ব্যথা নিবারক হিসাবে ক্রিয়া করে।
ছিবর বর্দ: (রাসায়নিক উপাদান- এলইন, ইমোডিন, বারবালোয়িন, এমাইনো এসিড, ট্রেরলস, ভিটামিন-সি, ভিটামিন-বি গ্রুপ, মিনারেল Al, Mg, Cu, Ni, Ca, K, Si, Fe, Pb, Cr, Ba, Ag, Zn, Sr বিদ্যমান):- এটি কোষ্ঠনিবারক, দান্তকারক, উদ্দীপক পাকস্থলীর শক্তিবর্ধক, প্রদাহ নিবারক, পেটফাঁপা নিরাময় করে।
ফিলফিল সিয়াহ: (রাসায়নিক উপাদান- পাইপিরিন, পাইপিরিডিন, পাইপিরিটিন, পাইপিরিনল, থায়ামিনম রিবোফ্ল্যাবিন, নিকোটিনিক এসিড, কেরোটিন, এসকরবিক এসিড):- এটি পাকস্থলীর শক্তিবর্ধক রায়ুনাশক এবং অজীর্ন, বমি, পেটফাঁপা নিরাময় করে।
বযরুল বঙ্গ: (রাসায়নিক উপাদান-ট্রপেইন, এট্রোপিন, হায়োসিন, হায়োসায়ামিন কোলিন) :- এটি ব্যথা নিবারক, নিদ্রাকারক, উত্তেজনা, প্রশমক, পচন নিবারক, দাস্তকারক হিসাবে ক্রিয়া করে।
তিনকার বিরিয়ান: এটি পচনরোধক, জীবানুনাশক, বায়ুনাশক, ব্যথা নিবারক হিসাবে ক্রিয়া করে।
Dosage & Administration
প্রাপ্তবয়স্ক: ১টি ট্যাবলেট দিনে ১-২ বার খাওয়ার পর অথবা চিকিৎসকের পরামর্শমত সেব্য।
* রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
Interaction
কোনরূপ ভেষজ মিথস্ক্রিয়া পরিলক্ষিত হয় নাই।
Contraindications
এর উল্লেখযোগ্য কোন প্রতিনির্দেশনা নেই।
Side Effects
এখনও পর্যন্ত জানা যায়নি।
Precautions & Warnings
নির্দেশিত মাত্রায় সেবন করলে কোন সতর্কতার প্রয়োজন হবে না।
Therapeutic Class
Herbal and Nutraceuticals
Storage Conditions
আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে বাখুন।