ডাইঅসমিন + হেসপিরিডিন

নির্দেশনা

ইহা নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
  • হঠাৎ সংঘটিত হেমোরয়েড রোগ, 
  • দীর্ঘকাল ব্যাপী হেমোরয়েড রোগ, 
  • পায়ের শিরার গাঠনিক ও কার্যকারিতার সমস্যা, পা ভারী মনে হওয়া, ব্যথা, রাত্রিকালীন সংকোচনজনিত ব্যথা ইত্যাদি লক্ষণসমূহ দেখা যায়।

মাত্রা ও সেবনবিধি

হঠাৎ সংঘটিত হেমোরয়েড রোগের ক্ষেত্রে: ৩টি করে ট্যাবলেট, দিনে ২ বার-প্রথম ৪ দিন। অতঃপর ২টি করে ট্যাবলেট দিনে ২ বার ৩ দিন।

দীর্ঘকাল ব্যাপী হেমোরয়েড রোগের ক্ষেত্রে: ১ টি করে ট্যাবলেট, দিনে ২ বার।

দীর্ঘকালীন শিরার সমস্যা: ১টি করে ট্যাবলেট, দিনে ২ বার-প্রথম ৭ দিন। রোগের তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসার মেয়াদ বাড়ানো যেতে পারে।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন

পার্শ্ব প্রতিক্রিয়া

পাকস্থলীর অস্বস্তি, বমি ভাব এবং ক্ষুধামন্দা।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবতী মায়েদের কোন ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হয়নি। চিকিৎসা চলাকালীন সময় বুকের দুধ খাওয়ানো নিষেধ।

থেরাপিউটিক ক্লাস

Phlebotonic & Vascular protecting preparation

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

Available Brand Names