ফিনাস্টেরাইড
নির্দেশনা
বিনাইন প্রোস্ট্যাটিক হাইপারপ্লাসিয়া (BPH)-এর চিকিৎসা ও নিয়ন্ত্রণের জন্য ফিনাস্টেরাইড নির্দেশিত-
- বর্ধিত প্রস্টেটের রিগ্রেশন ঘটাতে
- প্রস্রাব প্রবাহ বাড়াতে
- BPH এর সাথে যুক্ত উপসর্গ উন্নত করতে।
মাত্রা ও সেবনবিধি
প্রস্তাবিত ডোজ হল প্রতিদিন একটি ৫ মিলিগ্রাম ট্যাবলেট। যদিও প্রাথমিক উন্নতি দেখা যেতে পারে, তবুও ঔষধে উপকার পাওয়া যাচ্ছে কিনা তা বুঝতে অন্তত ছয় মাসের জন্য চিকিত্সাটি চালিয়ে যেতে হতে পারে। এরপরে, পরবর্তী চিকিত্সা চালিয়ে যেতে হবে।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
পার্শ্ব প্রতিক্রিয়া
ফিনাস্টেরাইড সাধারণত সহনীয়। ক্লিনিকাল স্টাডিতে, ১২ মাস ধরে প্রতিদিন ১ মিগ্রা ফাইনাস্টেরাইডের সাথে চিকিত্সারত ১% রোগীর মধ্যে সম্ভাব্য নিম্নলিখিত প্রতিকূল প্রতিক্রিয়াগুলি পাওয়া গেছে: পুরুষত্বহীনতা (৩.৭%), লিবিডো হ্রাস (৩.৩%), এবং বীর্যপাতের পরিমাণ হ্রাস (২.৮) %)।
থেরাপিউটিক ক্লাস
BPH/ Urinary retention/ Urinary incontinence
সংরক্ষণ
আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।