ফ্লুওসিনোলোন অ্যাসিটোনাইড
নির্দেশনা
ফ্লুওসিনোলোন অ্যাসিটোনাইড ক্রিম বা মলম ত্বকের বিভিন্ন ধরনের লোকাল প্রদাহ, প্রুরাইটিক এবং অ্যালার্জিজনিত রোগের চিকিৎসার জন্য উপযুক্ত। এটি সাময়িক প্রয়োগের জন্য বিশেষভাবে উপযুক্ত:
- একজিমা এবং ডার্মাটাইটিস: অ্যাটোপিক একজিমা, সেবোরোইক একজিমা, ডিসকয়েড একজিমা, ওটাইটিস এক্সটার্না, কন্টাক্ট ডার্মাটাইটিস, নিউরোডার্মাটাইটিস।
- প্রুরিগো, সোরিয়াসিস, লাইকেন প্লানাস। ডিসকয়েড লুপাস ইরাইথেমাটোসাস।
মাত্রা ও সেবনবিধি
অল্প পরিমাণে ক্রিম বা মলম দিনে দুই বা তিনবার হালকাভাবে প্রয়োগ করা হয় এবং ত্বকে আলতোভাবে এবং পুরোপুরি ম্যাসেজ করা হয়। এই প্রয়োগবিধি বয়স্ক সহ শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই প্রযোজ্য।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
পার্শ্ব প্রতিক্রিয়া
পার্শ্ব-প্রতিক্রিয়া অত্যন্ত বিরল, তবে সমস্ত টপিকাল কর্টিকোস্টেরয়েডের মতো, রোগীরা অতি সংবেদনশীল প্রতিক্রিয়া দেখাতে পারে।
থেরাপিউটিক ক্লাস
Fluocinolone & Combined Preparations
সংরক্ষণ
আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।