গ্লিসারল+লিকুইড সুগার
নির্দেশনা
ইহা শুষ্ক, যন্ত্রণাদায়ক কাশি এবং গলা ব্যথা উপশমের জন্য নির্দেশিত। এটি প্রোডাক্টিভ কাশি উপশমেও সহায়তা করে।
মাত্রা ও সেবনবিধি
প্রাপ্তবয়স্ক এবং ৫ বছরের বেশি বয়সী শিশু: ৫ মিলির দুই চামচ (১০ মিলি)
শিশু ১-৫ বছর: ৫ মিলির এক চামচ (৫ মিলি)
৩ মাস-১ বছরের কম বয়সী শিশু: ১/২ - ১ চামচ (২.৫-৫ মিলি)
প্রয়োজন অনুযায়ী ডোজ দিনে তিন বা চার বার পুনরাবৃত্তি করা উচিত।
শিশু ১-৫ বছর: ৫ মিলির এক চামচ (৫ মিলি)
৩ মাস-১ বছরের কম বয়সী শিশু: ১/২ - ১ চামচ (২.৫-৫ মিলি)
প্রয়োজন অনুযায়ী ডোজ দিনে তিন বা চার বার পুনরাবৃত্তি করা উচিত।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
পার্শ্ব প্রতিক্রিয়া
এই ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই যদি না রোগীর উপাদানগুলির প্রতি অ্যালার্জি থাকে।
থেরাপিউটিক ক্লাস
Combined cough suppressants