হোম্যাট্রোপিন হাইড্রোব্রোমাইড

নির্দেশনা

হোম্যাট্রোপিন হাইড্রোব্রোমাইড চোখের ড্রপ মাইড্রিয়াটিক এবং সাইক্লোপ্লেজিক হিসাবে ব্যবহারের জন্য নির্দেশিত হয়।

মাত্রা ও সেবনবিধি

চোখের প্রতিসরণের ক্ষেত্রে: চোখে ২ ফোঁটা ড্রপ দিতে হবে এবং ৫-১০ মিনিটের ব্যবধানে ২-৩ বার পুনরাবৃত্তি করতে হবে।

চোখের থেরাপির ক্ষেত্রে: প্রতি ৩-৪ ঘন্টা অন্তর অন্তর ১-২ ফোঁটা চোখে ড্রপ দিতে হবে ।

শিশুদের ক্ষেত্রে ব্যবহার: ৩ মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন

পার্শ্ব প্রতিক্রিয়া

অত্যধিক সংবেদনশীলতা চোখের কনজেক্টিভাইটিস ঘটাতে পারে।

থেরাপিউটিক ক্লাস

Mydriatic and Cycloplegic agents