হাইওসিন হাইড্রোব্রোমাইড
নির্দেশনা
হাইওসিন হাইড্রোব্রোমাইড ভ্রমণ জনিত বমি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নির্দেশিত।
ফার্মাকোলজি
হাইওসিন হাইড্রোব্রোমাইড একটি এ্যান্টি মাসকারিনিক (এ্যান্টি কোলিনার্জিক) ধরনের ওষুধ। হাইওসিন হাইড্রোব্রোমাইড এর অন্য নাম স্কোপুলামিন। এটি ভেস্টিবুলার সিস্টেম থেকে মেসেজকে মস্তিষ্কের ভমিটিং সেন্টারে যেতে বাধা দেওয়ার মাধ্যমে ভ্রমণজনিত বমি প্রতিরোধ করে। মস্তিষ্কের এই অংশটি ভমিটিং রিফ্লেক্স এর সমন্বয় করে।
ঔষধের মাত্রা
পূর্ণ বয়স্ক ও ১৩ বছরের উপরে: ২ টি ট্যাবলেট (২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪ টি ট্যাবলেট)
যাদের বয়স ৭-১২ বছর: ১-২টি ট্যাবলেট (২৪ ঘন্টায় সর্বোচ্চ ২ টি ট্যাবলেট)
যাদের বয়স ৪-৭ বছর: ১ টি ট্যাবলেট (২৪ ঘন্টায় সর্বোচ্চ ২ টি ট্যাবলেট)
যাদের বয়স ৩-৪ বছর: অর্ধেক ট্যাবলেট (২৪ ঘন্টায় সর্বোচ্চ ১ টি ট্যাবলেট)
৩ বছরের নিচে: এই ওষুধ ৩ বছরের নিচে নির্দেশিত নয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহারযোগ্য ।
যাদের বয়স ৭-১২ বছর: ১-২টি ট্যাবলেট (২৪ ঘন্টায় সর্বোচ্চ ২ টি ট্যাবলেট)
যাদের বয়স ৪-৭ বছর: ১ টি ট্যাবলেট (২৪ ঘন্টায় সর্বোচ্চ ২ টি ট্যাবলেট)
যাদের বয়স ৩-৪ বছর: অর্ধেক ট্যাবলেট (২৪ ঘন্টায় সর্বোচ্চ ১ টি ট্যাবলেট)
৩ বছরের নিচে: এই ওষুধ ৩ বছরের নিচে নির্দেশিত নয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহারযোগ্য ।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
সেবনবিধি
সাধারণত, ভ্রমণ শুরুর ৩০ মিনিট আগে সেবন করতে হবে।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
প্রতিনির্দেশনা
যাদের গ্লুকোমা/অন্ধত্ব আছে তাদের ক্ষেত্রে হাইওসিন হাইড্রোব্রোমাইড দেওয়া যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া
শুকনো মুখ, ঝিমুনি, ঝাপসা দেখা, প্রস্রাব করতে সমস্যা হতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ইহার ব্যবহার প্রযোজ্য নয়।
সতর্কতা
তন্দ্রাচ্ছন্নতার কারণ হতে পারে, যদি হয় তাহলে গাড়ি অথবা কোন যন্ত্র চালাবেন না। ফেনোথায়াজিন, ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট অথবা অ্যালকোহলের সাথে ব্যবহারে কার্যক্ষমতা বেড়ে যেতে পারে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে ব্যবহারে শোষণ কমে যেতে পারে।
বিশেষ ক্ষেত্রে ব্যবহার
শিশুদের ক্ষেত্রে ব্যবহারঃ এই ওষুধ ৩ বছরের উপরের শিশুদের জন্য প্রযোজ্য।
থেরাপিউটিক ক্লাস
Anti-emetic drugs
সংরক্ষণ
ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।