Sodium Cromoglicate + Xylometazoline Hydrochloride
নির্দেশনা
এটা নাসারন্ধ্র বন্ধ সহ এলার্জিক রাইনাইটিস (যেমন: হে ফিভার, বর্ষব্যাপী রাইনাইটিস) প্রতিরোধ ও চিকিৎসায় নির্দেশিত হয়।
ঔষধের মাত্রা
প্রাপ্ত বয়স্ক (বৃদ্ধসহ) ও শিশু: প্রত্যেক নাসারন্ধ্রে ১টি স্প্রে দিনে চারবার।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
সেবনবিধি
ন্যাজাল স্প্রে ব্যবহারবিধি-
- বোতলটি ভালভাবে ঝাঁকিয়ে নিন এবং ডাস্ট কাভারটি খুলে ফেলুন।
- বোতলটি বৃদ্ধাঙ্গুলের উপর দাঁড় করিয়ে তর্জনী ও মধ্যমা নজলের দুই পাশে স্থাপন করে স্প্রেটি ধরুন। একটি ভাল স্প্রে বের না হওয়া পর্যন্ত চাপ প্রয়োগ করুন। প্রথমবার ব্যবহার করলে কিংবা এক সপ্তাহ অথবা তার অধিক সময় ব্যবহার বন্ধ রাখলে স্প্রেটি কয়েকবার চাপ প্রয়োগ করুন যতক্ষন পর্যন্ত না কুয়াশার মত নিখুঁত স্প্রে বেরিয়ে আসছে।
- সাবধানে নাক ঝেড়ে নাসারন্ধ্র পরিস্কার করুন।
- একটি নাসারন্ধ্র বন্ধ করে ন্যাজাল অ্যাপ্লিকেটরটি অন্য নাসারন্ধ্রে সাবধানে প্রবেশ করান। মাথা সামনের দিকে সামান্য ঝুঁকিয়ে ন্যাজাল স্প্রেটি সোজাভাবে রাখুন। নাক দিয়ে শ্বাস নিন এবং শ্বাস নেয়ার সময় ন্যাজাল অ্যাপ্লিকেটরটির সাদা কলারের উপর নিচের দিকে সমানভাবে জোরে চাপ দিয়ে স্প্রে করুন।
- মুখ দিয়ে শ্বাস ত্যাগ করুন।
- পরবর্তী ডোজের জন্য একই / অন্য নাসারন্ধ্রে একই পদ্ধতিতে স্প্রে করুন।
- ডাস্ট কাভারটি খুলে ফেলুন।
- সাবধানে ন্যাজাল অ্যাপ্লিকেটরটি টেনে খুলে ফেলুন।
- উষ্ণ পানিতে অ্যাপ্লিকেটর এবং ডাস্ট কাভারটি ধুয়ে ফেলুন।
- অতিরিক্ত পানি ঝেড়ে ফেলুন এবং স্বাভাবিক তাপমাত্রায় শুকিয়ে নিন। অতিরিক্ত ভাপ প্রয়োগ পরিহার করুন।
- সাবধানতার সঙ্গে অ্যাপ্লিকেটরটি বোতলটির উপরিভাগে পুনঃস্থাপন করুন এবং ডাস্ট কাভারটি পনুরায় সংযুক্ত করুন।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
পার্শ্ব প্রতিক্রিয়া
কোন বড় রকমের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। মাঝে মাঝে ব্যবহারের ১ম দিনে নাকের মিউকোসায় জ্বালাপোড়া দেখা দিতে পারে। অতি কম সংখ্যায় শ্বাস-প্রশ্বাসে শব্দ বা বুকে চাপবোধ হতে পারে। এতে কম পরিমাণ জাইলোমেটাজোলিন থাকায় কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন - নাসারন্ধ্র জ্বালাপোড়া, নাসারন্ধ্র শুষ্কতা, হাঁচি, মাথা ব্যথা, ঘুমের স্বল্পতা, ঘুম ঘুম ভাব এবং বুক ধড়ফড় করা।
সতর্কতা
সাধারণত নাসারন্ধ্র পরিস্কারক দীর্ঘদিন ব্যবহারে অথবা অপব্যবহারে পুনরায় নাসারন্ধ্র বন্ধ বা ওষুধ প্রভাবিত রাইনাইটিস হতে পারে।
থেরাপিউটিক ক্লাস
Mast Cell Stabiliser
সংরক্ষণ
আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০° ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।